পুতিন সমালোচকের ২৫ বছরের কারাদণ্ড

- প্রকাশের সময় : ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১২২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ভ্লাদিমির কারা মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দেশদ্রোহীতা এবং সেনাবাহিনীকে তিরস্কারের অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভ্লাদিমির কারা মুর্জা রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানান। ইউক্রেনে হামলার পর রাশিয়ার আদালত তাকে সর্বোচ্চ এই সাজা প্রদান করেছে।
আরোও পড়ুন । নিউইয়র্কে ইমিগ্রান্ট ডে ও ট্রেড উৎসবে সহযোগিতা করবে এফবিসিসিআই
কারা মুর্জা ২০২২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে বক্তব্য দেন। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন। কাস্টডিতে থাকা অবস্থায় তদন্তকারী দল তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনে। ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়া নতুন একটি আইন করে। এই আইনে সেনাবাহিনী নিয়ে তথাকথিত ‘ভুল তথ্য’ ছড়ালে কঠোর শাস্তির বিধান রাখা হয়। ৪১ বছর বয়সী রাশিয়ার বিরোধী দলীয় নেতা কারা মুর্জা তিন সন্তানের জনক। রাশিয়ার নাগরিকত্ব ছাড়াও তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তিনি বছরের পর বছর কথা বলেছেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদানের জন্য তিনি তদবির করেন।
বেলী / হককথা