নিউইয়র্ক ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঐতিহাসিক সফরে বেলফাস্টে বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৪৯ বার পঠিত

 আন্তর্জাতিক ডেস্ক : চার দিনের ঐতিহাসিক সফরে নর্দার্ন আয়ারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে তাঁর এ সফর। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে বেলফাস্টে পৌঁছান তিনি। বেলফাস্টের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি সত্ত্বেও বাইডেন এই সফরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। গতকাল বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেন বাইডেন। যুক্তরাষ্ট্র কীভাবে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলেন তিনি। ভাষণে উত্তর আয়ারল্যান্ডে ক্ষমতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউনিভার্সিটিতে ভাষণের আগে অবশ্য তিনি ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে নর্দার্ন আয়ারল্যান্ডের ৩০ বছরের সহিংসতার সমাপ্তি ঘটেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে অঞ্চলটির অসাধারণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। অঞ্চলটির শান্তিরক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে চুক্তিটির ২৫ বছরপূর্তি উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেন বাইডেন। ব্রিটিশ অধিভুক্ত দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট সিন ফেইন বাইডেনের সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ২৫ বছরে আমাদের অর্জনের দিকে ফিরে তাকিয়ে যেভাবে গর্ববোধ করি, পরবর্তী ২৫ বছরেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশা করি। চুক্তির সাফল্য সত্ত্বেও, ব্রেক্সিট ও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধি নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। এরপর তিনি যাবেন পাশের দেশ আয়ারল্যান্ডে। সেখানে তিনি তাঁর পূর্বপুরুষের ভূমিতে তিন দিন অবস্থান করবেন। পূর্বপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি বাইডেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিনসের সঙ্গে সাক্ষাৎ করবেন। -সূত্র : সমকাল

নাছরিন/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঐতিহাসিক সফরে বেলফাস্টে বাইডেন

প্রকাশের সময় : ০৬:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

 আন্তর্জাতিক ডেস্ক : চার দিনের ঐতিহাসিক সফরে নর্দার্ন আয়ারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে তাঁর এ সফর। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে বেলফাস্টে পৌঁছান তিনি। বেলফাস্টের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি সত্ত্বেও বাইডেন এই সফরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। গতকাল বেলফাস্টের আলস্টার ইউনিভার্সিটিতে ভাষণ দেন বাইডেন। যুক্তরাষ্ট্র কীভাবে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে তা নিয়ে কথা বলেন তিনি। ভাষণে উত্তর আয়ারল্যান্ডে ক্ষমতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউনিভার্সিটিতে ভাষণের আগে অবশ্য তিনি ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে নর্দার্ন আয়ারল্যান্ডের ৩০ বছরের সহিংসতার সমাপ্তি ঘটেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে অঞ্চলটির অসাধারণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। অঞ্চলটির শান্তিরক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে চুক্তিটির ২৫ বছরপূর্তি উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেন বাইডেন। ব্রিটিশ অধিভুক্ত দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট সিন ফেইন বাইডেনের সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ২৫ বছরে আমাদের অর্জনের দিকে ফিরে তাকিয়ে যেভাবে গর্ববোধ করি, পরবর্তী ২৫ বছরেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশা করি। চুক্তির সাফল্য সত্ত্বেও, ব্রেক্সিট ও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধি নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। এরপর তিনি যাবেন পাশের দেশ আয়ারল্যান্ডে। সেখানে তিনি তাঁর পূর্বপুরুষের ভূমিতে তিন দিন অবস্থান করবেন। পূর্বপুরুষদের সম্মান জানানোর পাশাপাশি বাইডেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিনসের সঙ্গে সাক্ষাৎ করবেন। -সূত্র : সমকাল

নাছরিন/হককথা