নিউইয়র্ক ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২০০তম ম্যাচে ধোনি বললেন- ‘যেন সুইজারল্যান্ডে আছি ‘!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৮৪ বার পঠিত

২০০তম ম্যাচের স্মারক তুলে দেওয়া হচ্ছে ধোনির হাতে। ছবি : ক্রিকইনফো

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেটর নক্ষত্র মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিজের ২০০তম ম্যাচে মাঠে নেমেছেন। আজ বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এই বিশেষ ম্যাচে মাঠে নামার আগে ধোনি বললেন, তার মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে খেলতে নেমেছেন!

৪১ বছর বয়সী ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। আজ টস জিতে ফিল্ডিং নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ধোনি বলেন, ‘আমরা পুরনো স্টেডিয়ামে খেলা শুরু করেছিলাম। ওখানে খুব গরম লাগত। কিন্তু এই স্টেডিয়ামে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি। খেলতে অনেক সুবিধা হচ্ছে।’

আরোও পড়ুন । বায়ার্নকে উড়িয়ে সেমিতে একপা সিটির

আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে দুই বছর চেন্নাই নিষিদ্ধ থাকায় তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। ১৫ বছরের অভিজ্ঞতার স্মৃতিচারণা করে ধোনি বলেন, ‘খুব ভালো লাগছে। দর্শকরা সব সময় পাশে থেকেছে। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী হতে পেরেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কিভাবে বদলেছে সেটা দেখেছি।’

উল্লেখ্য, আইপিএল এবং জাতীয় দল মিলিয়ে মোট ৩০৯টি টি-টোয়েন্টিতে নেতৃত্বে দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত কারো ৩০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। এ ছাড়া ভারতের রোহিত শর্মা ২০২ ম্যাচে নেতৃত্ব দিয়ে আছেন তিন নম্বরে। সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২০০তম ম্যাচে ধোনি বললেন- ‘যেন সুইজারল্যান্ডে আছি ‘!

প্রকাশের সময় : ০২:২৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেটর নক্ষত্র মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিজের ২০০তম ম্যাচে মাঠে নেমেছেন। আজ বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এই বিশেষ ম্যাচে মাঠে নামার আগে ধোনি বললেন, তার মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে খেলতে নেমেছেন!

৪১ বছর বয়সী ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। আজ টস জিতে ফিল্ডিং নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ধোনি বলেন, ‘আমরা পুরনো স্টেডিয়ামে খেলা শুরু করেছিলাম। ওখানে খুব গরম লাগত। কিন্তু এই স্টেডিয়ামে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি। খেলতে অনেক সুবিধা হচ্ছে।’

আরোও পড়ুন । বায়ার্নকে উড়িয়ে সেমিতে একপা সিটির

আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে দুই বছর চেন্নাই নিষিদ্ধ থাকায় তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। ১৫ বছরের অভিজ্ঞতার স্মৃতিচারণা করে ধোনি বলেন, ‘খুব ভালো লাগছে। দর্শকরা সব সময় পাশে থেকেছে। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী হতে পেরেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কিভাবে বদলেছে সেটা দেখেছি।’

উল্লেখ্য, আইপিএল এবং জাতীয় দল মিলিয়ে মোট ৩০৯টি টি-টোয়েন্টিতে নেতৃত্বে দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত কারো ৩০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। এ ছাড়া ভারতের রোহিত শর্মা ২০২ ম্যাচে নেতৃত্ব দিয়ে আছেন তিন নম্বরে। সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা