নিউইয়র্ক ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পবিত্র রমজান মাসে এটা ধর্মীয় অনুভুতির বিষয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ৩৬ বার পঠিত

খান শওকত: রমজানের মধ্যে খাওয়া দাওয়ার উৎসব বা নাচ গান করা উচিত নয়। রমজানের পবিত্রতা এবং সংযমী আচার-আচরন মেনে চলা উচিত। নিউইর্য়কের জ্যাকসন হাইটসে, টাইমস স্কয়ারে বা অন্য এলাকায় যারা এই পবিত্র রোজার মাসে বৈশাখী উৎসবের নামে নাচ গানের আয়োজন করছেন এবং যে সব প্রতিষ্ঠান স্পন্সর করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এ উৎসবটা রমজানের পর করুন। এটা ধর্মীয় অনুভুতির বিষয়। এন.আর.বি ওয়ার্ড ওয়াইড বা মুক্তধারা-র বিশ্বজিত দা-কে বলুন, পবিত্র রমজান মাসে নাচ গানের বৈশাখী উৎসব না করে ২/১ সপ্তাহ পিছিয়ে দিন প্লিজ!
বিনীত আবেদন জানাচ্ছি সম্মানিত আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড, কমিউনিটি নেতা বিশ্বজিত সাহা (মুক্তধারা), প্রধান অতিথী মাননীয় মেয়র এরিক অ্যাডামস, অতিথী- কংগ্রেসওমেন গ্রেস মেং, ড. নূরুন নবী, সিনেটর জন ল্যু, সিনেটর জেসিকা রামোস, ক্যাটলিনা ক্রুজ, শেখর কৃষ্ণান, কমিউনিটি নেতা গোলাম ফারুক ভূইয়া, নুরুল আমিন বাবু, শিল্পকলা একাডেমির মনিকা রায়, অনুপ দাস ড্যান্স একাডেমি, শ্রী চিন্ময় সেন্টার, ঢাকা ড্রামা, সঙ্গীত সাধনা, প্রকৃতি, সঙ্গীত পরিষদ, নৃত্যাঞ্জলী, শুদ্ধস্বর, ক্রিয়েটিভ মাইন্ড মিরর সহ সবার প্রতি, যদি বিষয়টি ধর্মীয় অনুভুতির দিক থেকে বিবেচনা করা যায়। দু-এক সপ্তাহ পিছিয়ে দিলে আপনারাই লাভবান হবেন এবং কমিউনিটির সকল সম্প্রদায়ের মানুষ সেটাকে ভালো বলবে। বিষয়টা চিন্তা করে দেখুন। এটা আমাদের অনুরোধ।
বিশ্বজিত সাহা আয়োজিত শতকন্ঠে এ বর্ষবরন উৎসবের অনুষ্ঠানসূচী দেখে আমরা হতবাক হয়েছি যে, জেনে শুনে তারা ইফতারির সময়েও বিরতীও দেন নি। অর্থাৎ যদি কেউ রোজা থাকেন, তাকেও তারা ইফতারির কোন সুযোগই দেবেন না। এটা স্পষ্টত অপমান। আমরা এ অনুষ্ঠান অবিলম্বে স্থগিত করার আহবান জানাচ্ছি।
এরপরও যদি আয়োজকরা আমাদের ধর্মীয় অনুভুতির বিষয়টার প্রতি গুরুত্ব না দেন, তাহলে আসুন সবাই এ উৎসব বয়কট করি। আমাদের পরিচিত যেসব শিল্পী এখানে পারফর্ম করছেন তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলুন। কমিউনিটির সকল সংগঠনের কাছে এবং কমিউনিটির প্রতিটা মসজিদে বিষয়টা আলোচনা করুন। প্রয়োজনে উৎসবের দিন অনুষ্ঠান স্থলের কাছে যেয়ে দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য আমাদেরও হাজির হওয়া উচিত। প্রয়োজনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত। ধর্মের প্রতি সম্মান দেখানো সবারই দায়িত্ব।
শতকন্ঠে বর্ষবরন উৎসবটি আগামী ১৪/৪/২০২৩ তারিখ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ম্যানহাটানের টাইমস স্কয়ারে এবং পরদিন ১৫/৪/২০২৩ তারিখ শনিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ম্যানহাটানের টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হবে। আয়োজক- ঘজই ড়িৎষফরিফব. যোগাযোগ- মুক্তধারার বিশ্বজিত সাহা, ফোন- ৩৪৭-৬৫৬-৫১০৬, ৩৪৭-৬০৫-০৫৯৩. আয়োজকদেরকে বিনয়ের সাথে বিষয়টি বুঝিয়ে বলুন। তারা যেন এ উৎসবটি ২/১ সপ্তাহ পিছিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পবিত্র রমজান মাসে এটা ধর্মীয় অনুভুতির বিষয়

প্রকাশের সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

খান শওকত: রমজানের মধ্যে খাওয়া দাওয়ার উৎসব বা নাচ গান করা উচিত নয়। রমজানের পবিত্রতা এবং সংযমী আচার-আচরন মেনে চলা উচিত। নিউইর্য়কের জ্যাকসন হাইটসে, টাইমস স্কয়ারে বা অন্য এলাকায় যারা এই পবিত্র রোজার মাসে বৈশাখী উৎসবের নামে নাচ গানের আয়োজন করছেন এবং যে সব প্রতিষ্ঠান স্পন্সর করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এ উৎসবটা রমজানের পর করুন। এটা ধর্মীয় অনুভুতির বিষয়। এন.আর.বি ওয়ার্ড ওয়াইড বা মুক্তধারা-র বিশ্বজিত দা-কে বলুন, পবিত্র রমজান মাসে নাচ গানের বৈশাখী উৎসব না করে ২/১ সপ্তাহ পিছিয়ে দিন প্লিজ!
বিনীত আবেদন জানাচ্ছি সম্মানিত আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড, কমিউনিটি নেতা বিশ্বজিত সাহা (মুক্তধারা), প্রধান অতিথী মাননীয় মেয়র এরিক অ্যাডামস, অতিথী- কংগ্রেসওমেন গ্রেস মেং, ড. নূরুন নবী, সিনেটর জন ল্যু, সিনেটর জেসিকা রামোস, ক্যাটলিনা ক্রুজ, শেখর কৃষ্ণান, কমিউনিটি নেতা গোলাম ফারুক ভূইয়া, নুরুল আমিন বাবু, শিল্পকলা একাডেমির মনিকা রায়, অনুপ দাস ড্যান্স একাডেমি, শ্রী চিন্ময় সেন্টার, ঢাকা ড্রামা, সঙ্গীত সাধনা, প্রকৃতি, সঙ্গীত পরিষদ, নৃত্যাঞ্জলী, শুদ্ধস্বর, ক্রিয়েটিভ মাইন্ড মিরর সহ সবার প্রতি, যদি বিষয়টি ধর্মীয় অনুভুতির দিক থেকে বিবেচনা করা যায়। দু-এক সপ্তাহ পিছিয়ে দিলে আপনারাই লাভবান হবেন এবং কমিউনিটির সকল সম্প্রদায়ের মানুষ সেটাকে ভালো বলবে। বিষয়টা চিন্তা করে দেখুন। এটা আমাদের অনুরোধ।
বিশ্বজিত সাহা আয়োজিত শতকন্ঠে এ বর্ষবরন উৎসবের অনুষ্ঠানসূচী দেখে আমরা হতবাক হয়েছি যে, জেনে শুনে তারা ইফতারির সময়েও বিরতীও দেন নি। অর্থাৎ যদি কেউ রোজা থাকেন, তাকেও তারা ইফতারির কোন সুযোগই দেবেন না। এটা স্পষ্টত অপমান। আমরা এ অনুষ্ঠান অবিলম্বে স্থগিত করার আহবান জানাচ্ছি।
এরপরও যদি আয়োজকরা আমাদের ধর্মীয় অনুভুতির বিষয়টার প্রতি গুরুত্ব না দেন, তাহলে আসুন সবাই এ উৎসব বয়কট করি। আমাদের পরিচিত যেসব শিল্পী এখানে পারফর্ম করছেন তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলুন। কমিউনিটির সকল সংগঠনের কাছে এবং কমিউনিটির প্রতিটা মসজিদে বিষয়টা আলোচনা করুন। প্রয়োজনে উৎসবের দিন অনুষ্ঠান স্থলের কাছে যেয়ে দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য আমাদেরও হাজির হওয়া উচিত। প্রয়োজনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত। ধর্মের প্রতি সম্মান দেখানো সবারই দায়িত্ব।
শতকন্ঠে বর্ষবরন উৎসবটি আগামী ১৪/৪/২০২৩ তারিখ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ম্যানহাটানের টাইমস স্কয়ারে এবং পরদিন ১৫/৪/২০২৩ তারিখ শনিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ম্যানহাটানের টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হবে। আয়োজক- ঘজই ড়িৎষফরিফব. যোগাযোগ- মুক্তধারার বিশ্বজিত সাহা, ফোন- ৩৪৭-৬৫৬-৫১০৬, ৩৪৭-৬০৫-০৫৯৩. আয়োজকদেরকে বিনয়ের সাথে বিষয়টি বুঝিয়ে বলুন। তারা যেন এ উৎসবটি ২/১ সপ্তাহ পিছিয়ে দেন।