নিউইয়র্ক ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যাকসন হাইটসে ইয়াসমীন্স স্পা’র উদ্বোধন করলেন গায়ক-নায়ক এসডি রুবেল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • / ১৫৫৫ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের। এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও নায়ক এসডি রুবেল। ১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ফিতা কেটে এসডি রুবেল স্টোরটির উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রেসিডেন্ট ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের নতুন শাখা উদ্বোধন উপলক্সে একইদিন সন্ধ্যায় সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’এর আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুতে দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ। এতে গায়ক-নায়ক এসডি রুবেল ছাড়ায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, শারমীন রিমু, করীম হওলাদার প্রমুখ। প্রতিষ্ঠানটির উদ্বাধন উপলক্ষ্যে অনুষ্ঠানের মাঝে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন টাইম টিভির সংবাদ পাঠিকা শামসুন্নাহার নিম্মি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এএফ মিসবাহউজ্জিামান। সার্বিক সহযোগিতায় ছিলেন লিটন আহমেদ।
Yasmin's Spa Opening by sd rubelকমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’ উপভোগ করেন। এই পর্ব টাইম টিভি সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকায় ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুন-এর আরো দুটো শাখা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জ্যাকসন হাইটসে ইয়াসমীন্স স্পা’র উদ্বোধন করলেন গায়ক-নায়ক এসডি রুবেল

প্রকাশের সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের। এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও নায়ক এসডি রুবেল। ১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ফিতা কেটে এসডি রুবেল স্টোরটির উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রেসিডেন্ট ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের নতুন শাখা উদ্বোধন উপলক্সে একইদিন সন্ধ্যায় সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’এর আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুতে দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ। এতে গায়ক-নায়ক এসডি রুবেল ছাড়ায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, শারমীন রিমু, করীম হওলাদার প্রমুখ। প্রতিষ্ঠানটির উদ্বাধন উপলক্ষ্যে অনুষ্ঠানের মাঝে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন টাইম টিভির সংবাদ পাঠিকা শামসুন্নাহার নিম্মি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এএফ মিসবাহউজ্জিামান। সার্বিক সহযোগিতায় ছিলেন লিটন আহমেদ।
Yasmin's Spa Opening by sd rubelকমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’ উপভোগ করেন। এই পর্ব টাইম টিভি সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকায় ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুন-এর আরো দুটো শাখা রয়েছে।