৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের
- প্রকাশের সময় : ০২:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ২১৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শহর হায়েসানে ৬৫৩টি বুলেট হারানোর ঘটনায় পুরো শহরটিতে লকডাউন জারি করেছেন কিম জং উন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল। সেই সময়ে গুলিগুলো হারি যায়। জানা যায়, ওই শহরে সেনা জারি করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানো হয়, তখন দেখা যায় ৬৫৩টি বুলেট কম রয়েছে তাদের কাছে। আর সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করলেন কিম জং উন। ওই শহরে ২ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে।
আরোও পড়ুন । তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে বছর শেষ করলো উত্তর কোরিয়া
প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে তল্লাশি শুরু করেন। সেনাকর্তারা যখন দেখেন, গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা সেই বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পরেই শহরে লকডাউন করা হয়। এ বিষয়ে ইতোমধ্যেই শহরজুড়ে তল্লাশি শুরু হয়েছে। কারখানা, কৃষি এলাকা, বিভিন্ন গোষ্ঠীদের তদন্তে সহায়তা করতে অনুরোধ করা হয়েছে। তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে মিথ্যা কথা বলা হচ্ছে। সূত্র : ঢাকা পোস্ট
সাথী / হককথা