নিউইয়র্ক ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে শিল্পী বেবী নাজনীনের জন্মদিন পালন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • / ১১৪৯ বার পঠিত

নিউইয়র্ক: স্বনামখ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীনের জন্মদিন পালিত হয়েছে ২৩ আগস্ট রোববার। জ্যাকসন হাইটস খাবার বাড়ি পালকী সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশ শেষে অনুষ্ঠানস্থলে হাজির হলে তুমুল করতালি ও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করা প্রখ্যাত এই সঙ্গীত তারকাকে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া সহ উপস্থিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান কেন্দ্রীয় জাসাস নেত্রী ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে। এসময়ে বেবী নাজনীনকে নিয়ে কেকও কাটেন নেতা-কর্মীরা। জন্মদিনে পরিবারের সাথে সময় কাটানোর পর জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের অনুরোধে জ্যাকসন হাইটস আসেন বেবী নাজনীন। তাকে শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বেবী।
পারিবারিক ও পেশাগত কারণে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সীমান্ত শহর তথা উত্তর বঙ্গের রংপুরের বেবী নাজনীনের সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় শিশু বয়সে। ঐ সময়ই প্রথমে বাংলাদেশ বেতার রংপুর এবং ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সঙ্গীতের সকল ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
রংধনু থেকে শুরু করে এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আচল/ কাল সারারাত ছিল স্বপ্নেরি রাত/দুচোখে ঘুম আসে না/আমার ঘুম ভাঙাইয়া নিলোরে মরার কোকিলে/ মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে/ লোকে বলে আমার ঘরে বুঝি চাঁদ এসেছে/ ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণো বুঝি যায় রে/ তার এসব গান আজো লাখো-কোটি দর্শক-শ্রোতার মুখে মুখে বেজে উঠে। ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত বেবী নাজনীনের গাওয়া অতি জনপ্রিয় এসব গানের পাশাপাশি তার প্রায় ৫০টি একক অ্যালবাম অডিও বাজরে রয়েছে।
একই সাথে প্রায় চার শতাধিক মিশ্র অ্যালাবামও রয়েছে। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও তিনি ছিলেন সফল। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অসংখ্য গান। তার স্বীৃকতি স্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন বেবী নাজনীন। সঙ্গীতশিল্পী হিসেবে তার অবদানের জন্য দেশে-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। কানাডায় সন্তানদের সাথে এবং আমেরিকার নিউয়র্কে পরিজনদের সাথেই অবস্থান করেন তিনি। মাঝে মধ্যে বাংলাদেশেও জান।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে শিল্পী বেবী নাজনীনের জন্মদিন পালন

প্রকাশের সময় : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: স্বনামখ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীনের জন্মদিন পালিত হয়েছে ২৩ আগস্ট রোববার। জ্যাকসন হাইটস খাবার বাড়ি পালকী সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কর্মী সমাবেশ শেষে অনুষ্ঠানস্থলে হাজির হলে তুমুল করতালি ও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করা প্রখ্যাত এই সঙ্গীত তারকাকে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া সহ উপস্থিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান কেন্দ্রীয় জাসাস নেত্রী ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে। এসময়ে বেবী নাজনীনকে নিয়ে কেকও কাটেন নেতা-কর্মীরা। জন্মদিনে পরিবারের সাথে সময় কাটানোর পর জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের অনুরোধে জ্যাকসন হাইটস আসেন বেবী নাজনীন। তাকে শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বেবী।
পারিবারিক ও পেশাগত কারণে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সীমান্ত শহর তথা উত্তর বঙ্গের রংপুরের বেবী নাজনীনের সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় শিশু বয়সে। ঐ সময়ই প্রথমে বাংলাদেশ বেতার রংপুর এবং ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক-সঙ্গীতের সকল ধারায় বিচরণ করা শিল্পী বেবী নাজনীন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
রংধনু থেকে শুরু করে এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আচল/ কাল সারারাত ছিল স্বপ্নেরি রাত/দুচোখে ঘুম আসে না/আমার ঘুম ভাঙাইয়া নিলোরে মরার কোকিলে/ মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে/ লোকে বলে আমার ঘরে বুঝি চাঁদ এসেছে/ ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণো বুঝি যায় রে/ তার এসব গান আজো লাখো-কোটি দর্শক-শ্রোতার মুখে মুখে বেজে উঠে। ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত বেবী নাজনীনের গাওয়া অতি জনপ্রিয় এসব গানের পাশাপাশি তার প্রায় ৫০টি একক অ্যালবাম অডিও বাজরে রয়েছে।
একই সাথে প্রায় চার শতাধিক মিশ্র অ্যালাবামও রয়েছে। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও তিনি ছিলেন সফল। চলচ্চিত্রেও বেবী নাজনীন গেয়েছেন অসংখ্য গান। তার স্বীৃকতি স্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন বেবী নাজনীন। সঙ্গীতশিল্পী হিসেবে তার অবদানের জন্য দেশে-বিদেশের অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন। কানাডায় সন্তানদের সাথে এবং আমেরিকার নিউয়র্কে পরিজনদের সাথেই অবস্থান করেন তিনি। মাঝে মধ্যে বাংলাদেশেও জান।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)