যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের : ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে

- প্রকাশের সময় : ১১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৩৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ‘ডিপ্লেটেড’ ইউরেনিয়াম-সমৃদ্ধ আর্মর-ফিয়াসিং ট্যাঙ্ক শেল যদি ইউক্রেনকে যুক্তরাজ্য প্রদান করে, তবে মস্কো ‘প্রতিক্রিয়া জানতে বাধ্য’ হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোল্ডডাই ইউক্রেনকে চ্যালেঞ্জার ২ ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি ডিপ্লেটেড ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল প্রদান করার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষাপটে পুতিন মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।’ডিপ্লেটেড’ ইউরেনিয়াম হলো পরমাণু জ্বালানি বা পরমাণু অস্ত্র তৈরীতে ব্যবহৃত পরমাণু-সমৃদ্ধকরণ প্রক্রিয়ার উপজাত। এর ভারিত্বের কারণে এটি সহজেই স্টিল ভেদ করতে পারে। জাতিসঙ্ঘ পরিবেশগত কর্মসূচি এ ধরনের গোলাবারুদকে ‘রাসায়নিকভাবে ও তেজস্ক্রিয়ভাবে বিষাক্ত ভারী ধাতু’ হিসেবে অভিহিত করেছে।এই শেল অত্যন্ত কার্যকারিতার সাথে আধুনিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করতে পারে।
আরোও পড়ুন। সৌদি সফরের আমন্ত্রণ পেলেন ইরানের প্রেসিডেন্ট
ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুতিন বলেন, যুক্তরাজ্য কেবল ট্যাঙ্কই নয়, সেইসাথে ডিপ্লেটেড ইউরেনিয়াস-সমৃদ্ধ শেলও ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। সূত্র : আল জাজিরা
সুমি/হককথা