ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- প্রকাশের সময় : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ৮১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আরো এক মামলায় গ্রেপ্তারির মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। সোমবার ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ২৯ মার্চের মধ্যে ইমরানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। এক নারী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, গত বছর আগস্ট মাসে জনসভা থেকে এক নারী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছিলেন ইমরান। শুধু তা-ই নয়, পুলিশ ও বিচার ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এর পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়। তখনো আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হলো ইমরানের বিরুদ্ধে। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবু রেহাই মিলল না।
আরোও পড়ুন। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যেকোনো মুহূর্তে ইমরান খান গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকলেও তোষাখানা মামলায় ১৩ মার্চ অবধি তাকে গ্রেপ্তার করা যাবে না। ইসলামাবাদ হাইকোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তিতে থাকলেও নতুন জামিন অযোগ্য পরোয়ানা জারি ঘিরে আশঙ্কা বেড়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে পাকিস্তান জুড়ে। ফলে যেকোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কায় আছে পাকিস্তান তেহরিক-ইনসাফের সমর্থকরা। সূত্র : সংবাদ প্রতিদিন
সুমি/হককথা





















