নিউইয়র্ক ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাপানের নোবেলজয়ী ঔপন্যাসিক কেনজাবুরো মারা গেছেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৬৫ বার পঠিত

ছবি: জেফ পাচৌড/এএফপি/গেটি ইমেজ

 আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের নোবেল বিজয়ী ঔপন্যাসিক কেনজাবুরো ও মারা গেছেন। সোমবার তার প্রকাশক সংস্থা কোডানশা তার মৃত্যুর খবর জানিয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮। প্রকাশক একটি বিবৃতিতে বলেছে, ‘কেনজাবুরো ৩ মার্চ ভোরের দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান।’ ইতিমধ্যে একটি পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

১৯৩৫ সালের ৩১ জানুয়ারি কেনজাবুরোর জাপানের এহিমে প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি সমসাময়িক জাপানি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯৪ সালে ইয়াসুনারি কাওয়াবাতার পর দ্বিতীয় জাপানি হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতে হন। নোবেল কমিটি তাকে এমন একজন হিসেবে বর্ণনা করেছিল ‘যিনি কাব্যিক শক্তি দিয়ে একটি কল্পিত জগত তৈরি করেন, যেখানে জীবন এবং পৌরাণিক কাহিনী ঘনীভূত হয়ে আজকের মানুষের দুর্দশার একটি বিরক্তিকর চিত্র তৈরি করে।’

প্রয়াত এই লেখক একজন শান্তিকর্মী হিসেবে ২০১১ সালের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পারমাণবিক কেন্দ্র নির্মূল করার আহ্বান জানিয়ে একটি প্রচারণার নেতৃত্বও দিয়েছিলেন। কেনজাবুরোর উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে―এ পার্সোনাল ম্যাটার এবং দ্য সাইলেন্ট ক্রাই। সূত্র : আনাদোলু

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাপানের নোবেলজয়ী ঔপন্যাসিক কেনজাবুরো মারা গেছেন

প্রকাশের সময় : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

 আন্তর্জাতিক ডেস্ক :  জাপানের নোবেল বিজয়ী ঔপন্যাসিক কেনজাবুরো ও মারা গেছেন। সোমবার তার প্রকাশক সংস্থা কোডানশা তার মৃত্যুর খবর জানিয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮। প্রকাশক একটি বিবৃতিতে বলেছে, ‘কেনজাবুরো ৩ মার্চ ভোরের দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান।’ ইতিমধ্যে একটি পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

১৯৩৫ সালের ৩১ জানুয়ারি কেনজাবুরোর জাপানের এহিমে প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি সমসাময়িক জাপানি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯৪ সালে ইয়াসুনারি কাওয়াবাতার পর দ্বিতীয় জাপানি হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতে হন। নোবেল কমিটি তাকে এমন একজন হিসেবে বর্ণনা করেছিল ‘যিনি কাব্যিক শক্তি দিয়ে একটি কল্পিত জগত তৈরি করেন, যেখানে জীবন এবং পৌরাণিক কাহিনী ঘনীভূত হয়ে আজকের মানুষের দুর্দশার একটি বিরক্তিকর চিত্র তৈরি করে।’

প্রয়াত এই লেখক একজন শান্তিকর্মী হিসেবে ২০১১ সালের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পারমাণবিক কেন্দ্র নির্মূল করার আহ্বান জানিয়ে একটি প্রচারণার নেতৃত্বও দিয়েছিলেন। কেনজাবুরোর উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে―এ পার্সোনাল ম্যাটার এবং দ্য সাইলেন্ট ক্রাই। সূত্র : আনাদোলু

সুমি/হককথা