নিউইয়র্ক ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অপহৃত চার  আমেরিকান  নাগরিকের মধ্যে মৃত ২, জীবিত উদ্ধার ২

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে মেক্সিকোতে অস্ত্রের মুখে অপহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের চার নাগরিক। এদের মধ্যে দুজন মারা গেছেন এবং বাকি দুজন জীবিত আছেন। মেক্সিকান ও আমেরিকান  কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বর্তমানে  যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন জীবিত উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তি।

টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল তামাউলিপাসের মাতামোরোস শহরে গাড়ি চালানোর সময় ৩ মার্চ চার আমেরিকান  নাগরিককে অস্ত্রধারীরা অপহরণ করে। ওই চারজন কসমেটিক সার্জারির জন্য সেখানে গিয়েছিলেন বলে তাদের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন। এই ঘটনায় ২৪ বছর বয়সী জোসে ‘এন’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এই হামলায় নিহতদের বন্ধু ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস মোজিকা এক টুইট বার্তায় বলেছেন, ‘মাতামোরোসে আমেরিকান কনস্যুলেটের সহযোগিতায় বেঁচে থাকা দুই ভুক্তভোগীকে মঙ্গলবার  যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়েছে।’ নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন  আমেরিকান কর্মকর্তারা।

এদিকে দুই  আমেরিকান  নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং বাকি দুজনকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে আনা হয়েছে, এফবিআইও পরে নিশ্চিত করেছে এই তথ্য। এফবিআই বলেছে, ‘আক্রমণের সময় বেঁচে যাওয়া একজন গুরুতর আহত হয়েছেন।’ তাদের বিবৃতিতে আরো যোগ করে বলা হয়েছে, সংস্থাটি আন্তর্জাতিক অংশীদার এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে। এই ভয়াবহ এবং সহিংস হামলার জন্য দায়ীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে ঘটনাটি আমাদের দেশে ঘটেছে এবং আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আমরা শান্তি নিশ্চিত করার জন্য আমাদের কাজ চালিয়ে যাব।’সূত্র : বিবিসি

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অপহৃত চার  আমেরিকান  নাগরিকের মধ্যে মৃত ২, জীবিত উদ্ধার ২

প্রকাশের সময় : ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে মেক্সিকোতে অস্ত্রের মুখে অপহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের চার নাগরিক। এদের মধ্যে দুজন মারা গেছেন এবং বাকি দুজন জীবিত আছেন। মেক্সিকান ও আমেরিকান  কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বর্তমানে  যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন জীবিত উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তি।

টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল তামাউলিপাসের মাতামোরোস শহরে গাড়ি চালানোর সময় ৩ মার্চ চার আমেরিকান  নাগরিককে অস্ত্রধারীরা অপহরণ করে। ওই চারজন কসমেটিক সার্জারির জন্য সেখানে গিয়েছিলেন বলে তাদের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন। এই ঘটনায় ২৪ বছর বয়সী জোসে ‘এন’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এই হামলায় নিহতদের বন্ধু ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস মোজিকা এক টুইট বার্তায় বলেছেন, ‘মাতামোরোসে আমেরিকান কনস্যুলেটের সহযোগিতায় বেঁচে থাকা দুই ভুক্তভোগীকে মঙ্গলবার  যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়েছে।’ নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন  আমেরিকান কর্মকর্তারা।

এদিকে দুই  আমেরিকান  নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং বাকি দুজনকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের হাসপাতালে আনা হয়েছে, এফবিআইও পরে নিশ্চিত করেছে এই তথ্য। এফবিআই বলেছে, ‘আক্রমণের সময় বেঁচে যাওয়া একজন গুরুতর আহত হয়েছেন।’ তাদের বিবৃতিতে আরো যোগ করে বলা হয়েছে, সংস্থাটি আন্তর্জাতিক অংশীদার এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে। এই ভয়াবহ এবং সহিংস হামলার জন্য দায়ীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে ঘটনাটি আমাদের দেশে ঘটেছে এবং আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আমরা শান্তি নিশ্চিত করার জন্য আমাদের কাজ চালিয়ে যাব।’সূত্র : বিবিসি

সুমি/হককথা