নিউইয়র্ক ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানকে আরও ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৩৩ বার পঠিত

অর্থনীতি ডেস্ক :  পাকিস্তানের জন্য ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীন। অর্থমন্ত্রী ইশহাক দার শুক্রবার দিনের শেষের দিকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এরই মধ্যে চীনের একটি ব্যাংক থেকে ৫০ কোটি ডলার পেয়েছে পাকিস্তান। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) অনুমোদিত ১৩০ কোটি ডলার ঋণের অংশ এটা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। ক্রমেই বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। কারণ মুদ্রাস্ফীতি ক্রমশ বেড়েই চলেছে। বিদেশি রিজার্ভ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে যে অবস্থায় আছে দেশটি, তাকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কয়েকদিন আগেই দেউলিয়া হিসেবে ঘোষণা করেছেন। তবে শ্রীলঙ্কার মতো সরকারিভাবে দেউলিয়া ঘোষণা করা হয়নি পাকিস্তানকে। সঙ্গে মুদ্রার মান দ্রুতই নামছে।

আরোও পড়ুন। অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী টুইটারে ঘোষণা দিয়েছেন। বলেছেন, ১৩০ কোটি ডলার ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে চায়না ব্যাংক আইসিবিসি। তিনি বলেন, এই অর্থ তিন কিস্তিতে দেয়া হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। এই অর্থ পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভকে বৃদ্ধি করবে। দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ২৪ শে ফেব্রুয়ারি ছিল ৩৮০ কোটি ডলার। এই অর্থ দিয়ে এক মাসেরও কম সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। যদিও বিদেশি মুদ্রার রিজার্ভের তারল্য দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলার, এর মধ্যে ৫৫০ কোটি হলো নিট রিজার্ভ। এগুলোর মালিক বাণিজ্যিক ব্যাংকগুলো।

শুক্রবার ঋণ পাওয়ার ঘোষণা দেয়ার আগে অর্থমন্ত্রী আরও বলেন, শিগগিরই আরও ৫০ কোটি ডলার ঋণ চীনের কাছ থেকে প্রত্যাশা করছে পাকিস্তান। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন এই সরকারের অর্থনৈতিক অর্জন সম্পর্কে মন্ত্রী ইসহাক দার বলেন, স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৮০ কোটি ডলার থেকে ৩৮০ কোটি ডলার করেছে এই সরকার। বর্তমান অর্থবছরে সরকার বিদেশি ঋণ শোধ দিয়েছে ৬৫০ কোটি ডলার। তিনি বলেন, ৫৫০ কোটি ডলারের পেমেন্ট দিয়েছে পাকিস্তান। এর মধ্যে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইসিবিসিকে দিয়েছে ২০০ কোটি ডলার। এছাড়া অন্য দেশগুলোর ব্যাংকগুলোকে দিয়েছে ৩৫০ কোটি ডলার।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানকে আরও ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীন

প্রকাশের সময় : ০২:০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

অর্থনীতি ডেস্ক :  পাকিস্তানের জন্য ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীন। অর্থমন্ত্রী ইশহাক দার শুক্রবার দিনের শেষের দিকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এরই মধ্যে চীনের একটি ব্যাংক থেকে ৫০ কোটি ডলার পেয়েছে পাকিস্তান। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) অনুমোদিত ১৩০ কোটি ডলার ঋণের অংশ এটা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। ক্রমেই বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। কারণ মুদ্রাস্ফীতি ক্রমশ বেড়েই চলেছে। বিদেশি রিজার্ভ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে যে অবস্থায় আছে দেশটি, তাকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কয়েকদিন আগেই দেউলিয়া হিসেবে ঘোষণা করেছেন। তবে শ্রীলঙ্কার মতো সরকারিভাবে দেউলিয়া ঘোষণা করা হয়নি পাকিস্তানকে। সঙ্গে মুদ্রার মান দ্রুতই নামছে।

আরোও পড়ুন। অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী টুইটারে ঘোষণা দিয়েছেন। বলেছেন, ১৩০ কোটি ডলার ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে চায়না ব্যাংক আইসিবিসি। তিনি বলেন, এই অর্থ তিন কিস্তিতে দেয়া হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। এই অর্থ পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভকে বৃদ্ধি করবে। দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ২৪ শে ফেব্রুয়ারি ছিল ৩৮০ কোটি ডলার। এই অর্থ দিয়ে এক মাসেরও কম সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। যদিও বিদেশি মুদ্রার রিজার্ভের তারল্য দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলার, এর মধ্যে ৫৫০ কোটি হলো নিট রিজার্ভ। এগুলোর মালিক বাণিজ্যিক ব্যাংকগুলো।

শুক্রবার ঋণ পাওয়ার ঘোষণা দেয়ার আগে অর্থমন্ত্রী আরও বলেন, শিগগিরই আরও ৫০ কোটি ডলার ঋণ চীনের কাছ থেকে প্রত্যাশা করছে পাকিস্তান। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন এই সরকারের অর্থনৈতিক অর্জন সম্পর্কে মন্ত্রী ইসহাক দার বলেন, স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৮০ কোটি ডলার থেকে ৩৮০ কোটি ডলার করেছে এই সরকার। বর্তমান অর্থবছরে সরকার বিদেশি ঋণ শোধ দিয়েছে ৬৫০ কোটি ডলার। তিনি বলেন, ৫৫০ কোটি ডলারের পেমেন্ট দিয়েছে পাকিস্তান। এর মধ্যে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইসিবিসিকে দিয়েছে ২০০ কোটি ডলার। এছাড়া অন্য দেশগুলোর ব্যাংকগুলোকে দিয়েছে ৩৫০ কোটি ডলার।