নিউইয়র্ক ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেল!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৩ বার পঠিত

নারীদের অন্তর্বাসের বিজ্ঞাপনে চীনের দুই পুরুষ মডেল। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক :  নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চীনা প্রশাসনের ওই নতুন আইনের কারণে অনলাইনে অন্তর্বাসের বিজ্ঞাপনে কোনো নারী মডেল ব্যবহার করা যাবে না। কারণ, প্রশাসনের মতে ওইসব বিজ্ঞাপন অশ্লীল! তাই অন্য কোনো উপায় না দেখতে পেয়ে পুরুষদেরই অন্তর্বাস পরিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে দেশটির বিজ্ঞাপনী সংস্থাগুলো। এ বিষয়ে লাইভস্ট্রিম বিজনেসের কর্ণধার মিস্টার জু-এর বক্তব্য হলো, ‘আমাদের কাছে তো আর কোনো বিকল্প নেই ! নারী মডেলরা আমাদের অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারবেন না। ফলে পুরুষ মডেলই ভরসা ।’

চীনের এই লাইভস্ট্রিম শপিং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। কয়েক লাখ ভিউ এবং প্রচুর কমেন্ট জমা পড়েছে ভিডিওটিতে। নেটিজেনদের কেউ লিখেছেন, ‘নারীদের তুলনায় পুরুষদেরই ভালো লাগছে!’ কারও আবার বক্তব্য, ‘পুরুষরা নারী মডেলদের বেকার বানাচ্ছেন।’ কেউবা আবার এই ঘটনার সঙ্গে শেক্সপিয়রের আমলে নারী চরিত্রে পুরুষদের অভিনয়ের তুলনাও টেনেছেন।

জু অবশ্য এসব মন্তব্য আমলে দিতে নারাজ। তার দুঃচিন্তা একটাই। সেটা হলো, এবার অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেলের ব্যবহারেও আপত্তি তুলবে না তো জিনপিং সরকার ? সূত্র : এনডিটিভি

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেল!

প্রকাশের সময় : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক :  নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চীনা প্রশাসনের ওই নতুন আইনের কারণে অনলাইনে অন্তর্বাসের বিজ্ঞাপনে কোনো নারী মডেল ব্যবহার করা যাবে না। কারণ, প্রশাসনের মতে ওইসব বিজ্ঞাপন অশ্লীল! তাই অন্য কোনো উপায় না দেখতে পেয়ে পুরুষদেরই অন্তর্বাস পরিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে দেশটির বিজ্ঞাপনী সংস্থাগুলো। এ বিষয়ে লাইভস্ট্রিম বিজনেসের কর্ণধার মিস্টার জু-এর বক্তব্য হলো, ‘আমাদের কাছে তো আর কোনো বিকল্প নেই ! নারী মডেলরা আমাদের অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারবেন না। ফলে পুরুষ মডেলই ভরসা ।’

চীনের এই লাইভস্ট্রিম শপিং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। কয়েক লাখ ভিউ এবং প্রচুর কমেন্ট জমা পড়েছে ভিডিওটিতে। নেটিজেনদের কেউ লিখেছেন, ‘নারীদের তুলনায় পুরুষদেরই ভালো লাগছে!’ কারও আবার বক্তব্য, ‘পুরুষরা নারী মডেলদের বেকার বানাচ্ছেন।’ কেউবা আবার এই ঘটনার সঙ্গে শেক্সপিয়রের আমলে নারী চরিত্রে পুরুষদের অভিনয়ের তুলনাও টেনেছেন।

জু অবশ্য এসব মন্তব্য আমলে দিতে নারাজ। তার দুঃচিন্তা একটাই। সেটা হলো, এবার অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেলের ব্যবহারেও আপত্তি তুলবে না তো জিনপিং সরকার ? সূত্র : এনডিটিভি

সুমি/হককথা