একের পর এক ভূমিকম্প আঘাত হানছে তুরস্কে
- প্রকাশের সময় : ১০:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ফের ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার দুপুরে দেশটির মালাতইয়া প্রদেশের এটি আঘাত করে। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর খালিজ টাইমসের।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতইয়া প্রদেশের ইয়েসিলার্ত শহরে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার যে ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মালাতইয়া তার মধ্যে একটি। ইয়েসিলার্ত শহরের মেয়র মেহমেত জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।এর আগে শনিবারও দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
আরোও পড়ুন। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এএফএডি জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে দেশটির প্রায় ৪৫ হাজার ও সিরিয়ার ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ভবন। গেল ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক-সিরিয়ায়। ওই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজারের বেশি ও সিরিয়ায় মারা গেছেন ৫ হাজারের অধিক।
সুমি/হককথা