নিউইয়র্ক ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান-মরিয়মের টুইটার ‘যুদ্ধ’!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৬৭ বার পঠিত

ইমরান খান ও মরিয়ম নওয়াজ।

আন্তর্জাতিক  ডেস্ক : কথায় বলে, ইট মারলে পাটকেল খেতে হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং ক্ষমতাসীন জোটের প্রধান শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মধ্যে সে রকমই ‘টিট ফর ট্যাট’-এর ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একে অপরের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের এই দুই সিরিয়র রাজনীতিক। তাদের টুইটার ‘যুদ্ধ’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। এতে বলা হয়, খাইবার পাখতুনখওয়া (কেপি) এবং পাঞ্জাব প্রদেশে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে দেশটির সুপ্রিমকোর্টের যে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়ছে, তা নিয়েই এই বাগযুদ্ধ। বেঞ্চে থাকা দুই বিচারপতির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ।

আরোও পড়ুন। আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন কবি কাজী জহিরুল ইসলাম

খবরে বলা হয়েছে, শনিবার দুই রাজনীতিক বিষয়টি নিয়ে টুইটারে একে অপরের সমালোচনা করেন। যদিও আগে থেকেই পাকিস্তানের জনপ্রিয় দুই রাজনীতিকের মধ্যে বাগযুদ্ধ চলে আসছে পিএমএল-এন নেতারা ৯ সদস্যের বেঞ্চে দুই বিচারপতির উপস্থিতি নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ বিষয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং মরিয়মের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘এটি লজ্জাজনক এবং সুপ্রিমকোর্টের বিচারকদের ওপর পরিকল্পিত আক্রমণ।’

ইমরান খান তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘পিডিএম ও দুর্নীতিপরায়ণের (নওয়াজ শরিফ) মেয়ে মরিয়মের একটিই উদ্দেশ্য, আর সেটি হলো- সংবিধান লঙ্ঘন করে নির্বাচন থেকে পালিয়ে থাকা।’গত বছরের এপ্রিলে পিডিএমের আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। টুইটে তিনি আরও বলেন, সুপ্রিমকোর্টের ওপর হামলার মাধ্যমে তারা এ ফেডারেশনকে (পাকিস্তান) ধ্বংস করছে এবং দেশে যে জংলি আইন বিদ্যামান- সেটা নিশ্চিত করছে।

আরোও পড়ুন। আন্তর্জাতিক সীমান্ত খুলে দিল চীন

পিটিআই প্রধানের এমন স্ট্যাটাসের কয়েক মিনিটের মধ্যেই এর ‘উপযুক্ত’ জবাব দিয়েছেন পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, ‘ওহ, ক্ষমতাশালীরা কেমন পড়ে গেল! আপনার কথা ভুল নয়, কারণ আপনি ষড়যন্ত্রের রাজা, আপনার গডফাদার ফয়েজ এবং তার মাধ্যমেই আপনি বেড়ে উঠেছেন এবং এখনো টিকে আছেন।’পিএমএল-এন নেত্রী আরও লিখেছেন, আপনার চোর ডাকু আখ্যানটি কেবল মুখ থুবড়ে পড়েনি বরং ১৯ কোটি পাউন্ড (৫৮ বিলিয়ন) চুরি করতে গিয়ে ধরা পড়ার পর থেকে আপনার স্ত্রীর গহনা, তোশাখানা লুণ্ঠন, ৫ ক্যারেট হীরার আংটির জন্য অভিযুক্ত হয়েছেন। আপনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি সব ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত।

মরিয়ম আরও অভিযোগ করেন, শুরু থেকেই আপনি আদালতের নির্দেশে হাজিরা না দিয়ে আইন লঙ্ঘন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দুই রাজনীতিক ব্লেম গেম (দোষারোপের খেলা) খেলছেন না। পিটিআই ২০১৮ সালে ক্ষমতাগ্রহণের পর থেকে এমন বাগযুদ্ধ চলে আসছে। সূত্র : যুগান্তর
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান-মরিয়মের টুইটার ‘যুদ্ধ’!

প্রকাশের সময় : ১২:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক  ডেস্ক : কথায় বলে, ইট মারলে পাটকেল খেতে হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং ক্ষমতাসীন জোটের প্রধান শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মধ্যে সে রকমই ‘টিট ফর ট্যাট’-এর ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একে অপরের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের এই দুই সিরিয়র রাজনীতিক। তাদের টুইটার ‘যুদ্ধ’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। এতে বলা হয়, খাইবার পাখতুনখওয়া (কেপি) এবং পাঞ্জাব প্রদেশে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে দেশটির সুপ্রিমকোর্টের যে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়ছে, তা নিয়েই এই বাগযুদ্ধ। বেঞ্চে থাকা দুই বিচারপতির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ।

আরোও পড়ুন। আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন কবি কাজী জহিরুল ইসলাম

খবরে বলা হয়েছে, শনিবার দুই রাজনীতিক বিষয়টি নিয়ে টুইটারে একে অপরের সমালোচনা করেন। যদিও আগে থেকেই পাকিস্তানের জনপ্রিয় দুই রাজনীতিকের মধ্যে বাগযুদ্ধ চলে আসছে পিএমএল-এন নেতারা ৯ সদস্যের বেঞ্চে দুই বিচারপতির উপস্থিতি নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ বিষয়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং মরিয়মের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘এটি লজ্জাজনক এবং সুপ্রিমকোর্টের বিচারকদের ওপর পরিকল্পিত আক্রমণ।’

ইমরান খান তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘পিডিএম ও দুর্নীতিপরায়ণের (নওয়াজ শরিফ) মেয়ে মরিয়মের একটিই উদ্দেশ্য, আর সেটি হলো- সংবিধান লঙ্ঘন করে নির্বাচন থেকে পালিয়ে থাকা।’গত বছরের এপ্রিলে পিডিএমের আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। টুইটে তিনি আরও বলেন, সুপ্রিমকোর্টের ওপর হামলার মাধ্যমে তারা এ ফেডারেশনকে (পাকিস্তান) ধ্বংস করছে এবং দেশে যে জংলি আইন বিদ্যামান- সেটা নিশ্চিত করছে।

আরোও পড়ুন। আন্তর্জাতিক সীমান্ত খুলে দিল চীন

পিটিআই প্রধানের এমন স্ট্যাটাসের কয়েক মিনিটের মধ্যেই এর ‘উপযুক্ত’ জবাব দিয়েছেন পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, ‘ওহ, ক্ষমতাশালীরা কেমন পড়ে গেল! আপনার কথা ভুল নয়, কারণ আপনি ষড়যন্ত্রের রাজা, আপনার গডফাদার ফয়েজ এবং তার মাধ্যমেই আপনি বেড়ে উঠেছেন এবং এখনো টিকে আছেন।’পিএমএল-এন নেত্রী আরও লিখেছেন, আপনার চোর ডাকু আখ্যানটি কেবল মুখ থুবড়ে পড়েনি বরং ১৯ কোটি পাউন্ড (৫৮ বিলিয়ন) চুরি করতে গিয়ে ধরা পড়ার পর থেকে আপনার স্ত্রীর গহনা, তোশাখানা লুণ্ঠন, ৫ ক্যারেট হীরার আংটির জন্য অভিযুক্ত হয়েছেন। আপনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি সব ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত।

মরিয়ম আরও অভিযোগ করেন, শুরু থেকেই আপনি আদালতের নির্দেশে হাজিরা না দিয়ে আইন লঙ্ঘন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দুই রাজনীতিক ব্লেম গেম (দোষারোপের খেলা) খেলছেন না। পিটিআই ২০১৮ সালে ক্ষমতাগ্রহণের পর থেকে এমন বাগযুদ্ধ চলে আসছে। সূত্র : যুগান্তর
সুমি/হককথা