ত্বকের যত্নে কালো আঙুর
- প্রকাশের সময় : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৩ বার পঠিত
হককথা ডেস্ক : কালো আঙুর খেলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমন ত্বকের জন্যও উপকারি। ত্বক বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে। শুষ্ক ত্বকের সেরাম হিসেবে: যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে মুখে সেরাম মাখেন। বাজার চলতি সেরাম ব্যবহার করতে না চাইলে কালো আঙুরের রস মাখতে পারেন। ত্বকের টোনার হিসেবে: মুখে ওপেন পোরস্-এর সমস্যা থাকলে মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করতে বলেন রূপ বিশেষজ্ঞরা। দোকান থেকে কেনা গোলাপ জল বা টোনার ব্যবহার না করে ব্যবহার করতে পারেন কালো আঙুরের রস।
আরোও পড়ুন। স্বাস্থ্য সচেতন করতে সংবাদপত্রের বিশেষ ভূমিকা থাকা দরকার
মাস্ক হিসেবে: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন কালো আঙুরের ক্বাথ। হাতের তালুতে সামান্য পরিমাণ আঙুরের ক্বাথ নিয়ে দু’হাতে ঘষে মুখে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা