নিউইয়র্ক ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানকে দেয়া চীনা ঋণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩২ বার পঠিত

চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

হককথা ডেস্ক :  তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান, ক্রমেই বাড়ছে ঋণ খেলাপির আশঙ্কা। এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রয়ত্ব চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি) পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। শুক্রবারই পাকিস্তান এই অর্থ হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। আর এতেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দাবি এর আগে এভাবেই অর্থসাহায্য এবং বিনিয়োগের নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে সেই দেশকে আর্থিক ভাবে পঙ্গু করে দিয়েছে চীন। এই পরিস্থিতিতে পাকিস্তানকে দেয়া এই ঋণ নিয়ে যথেষ্ঠ উদ্বিগের কারণ রয়েছে। এই নিয়ে ভারতের সঙ্গে এবার ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা শুরু করল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড লু সাংবাদিকদের এই বিষয়ে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে (পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল) চীনা ঋণের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঋণের বলেই জোরপূর্বক সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে চীন। এদিকে শীঘ্রই ভারত সফরে আসছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। তার আগে ডোনাল্ড লু-এর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে নিজের সরকারের পতনের জন্য এই ডোনাল্ড লু-কে দায়ী করেছিলেন ইমরান খান।

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের মহড়া, উত্তর কোরিয়ার নতুন হুমকি

ডোনাল্ড লু বলেন, আমরা ভারতের সাথে কথা বলছি। এই অঞ্চলের দেশগুলোর সাথে কথা বলছি। কীভাবে আমরা দেশগুলোকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি সেটা নিয়ে কথা হচ্ছে। চীন যাতে বাইরে থেকে কাউকে চাপ দিয়ে কোনও কিছু করতে বাধ্য না করতে পারে, তা নিয়ে কথা হচ্ছে।’ বিগত কয়েকবছর ধরেই চীনা ‘ঋণের ফাঁদ’ নিয়ে সরব যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে কার্যত তাদের নিজেদের বশে নিয়ে আসে চীন। গতবছরই শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতি তার অন্যতম প্রমাণ। পাকিস্তান ইতিমধ্যেই সেই ফাঁদে আর্ধেক পা দিয়ে রেখেছে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর নামে। চীন নেপাল, বাংলাদেশকেও এই ‘ঋণের ফাঁদে’ ফেলতে চায় বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এরআগে শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার টুইটার পোস্ট করে জানিয়েছেন চীনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান। এদিকে ‘বিশেষ বন্ধু’ উল্লেখ করে চীনকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক নিরাপত্তা বৈঠকে শেহবাজ শরিফ বলেন, কয়েকদিন আগেই আমাদের এক বন্ধু রাষ্ট্র সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে তারা। এই বিষয়টি কখনও ভোলা যাবে না। উল্লেখ্য, সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে দেশটি। এছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেহবাজ শরীফের সরকার। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানকে দেয়া চীনা ঋণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

হককথা ডেস্ক :  তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান, ক্রমেই বাড়ছে ঋণ খেলাপির আশঙ্কা। এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রয়ত্ব চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি) পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। শুক্রবারই পাকিস্তান এই অর্থ হাতে পেয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। আর এতেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দাবি এর আগে এভাবেই অর্থসাহায্য এবং বিনিয়োগের নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে সেই দেশকে আর্থিক ভাবে পঙ্গু করে দিয়েছে চীন। এই পরিস্থিতিতে পাকিস্তানকে দেয়া এই ঋণ নিয়ে যথেষ্ঠ উদ্বিগের কারণ রয়েছে। এই নিয়ে ভারতের সঙ্গে এবার ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা শুরু করল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড লু সাংবাদিকদের এই বিষয়ে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে (পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল) চীনা ঋণের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঋণের বলেই জোরপূর্বক সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে চীন। এদিকে শীঘ্রই ভারত সফরে আসছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। তার আগে ডোনাল্ড লু-এর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে নিজের সরকারের পতনের জন্য এই ডোনাল্ড লু-কে দায়ী করেছিলেন ইমরান খান।

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের মহড়া, উত্তর কোরিয়ার নতুন হুমকি

ডোনাল্ড লু বলেন, আমরা ভারতের সাথে কথা বলছি। এই অঞ্চলের দেশগুলোর সাথে কথা বলছি। কীভাবে আমরা দেশগুলোকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি সেটা নিয়ে কথা হচ্ছে। চীন যাতে বাইরে থেকে কাউকে চাপ দিয়ে কোনও কিছু করতে বাধ্য না করতে পারে, তা নিয়ে কথা হচ্ছে।’ বিগত কয়েকবছর ধরেই চীনা ‘ঋণের ফাঁদ’ নিয়ে সরব যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে কার্যত তাদের নিজেদের বশে নিয়ে আসে চীন। গতবছরই শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতি তার অন্যতম প্রমাণ। পাকিস্তান ইতিমধ্যেই সেই ফাঁদে আর্ধেক পা দিয়ে রেখেছে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর নামে। চীন নেপাল, বাংলাদেশকেও এই ‘ঋণের ফাঁদে’ ফেলতে চায় বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এরআগে শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার টুইটার পোস্ট করে জানিয়েছেন চীনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান। এদিকে ‘বিশেষ বন্ধু’ উল্লেখ করে চীনকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক নিরাপত্তা বৈঠকে শেহবাজ শরিফ বলেন, কয়েকদিন আগেই আমাদের এক বন্ধু রাষ্ট্র সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে তারা। এই বিষয়টি কখনও ভোলা যাবে না। উল্লেখ্য, সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে দেশটি। এছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেহবাজ শরীফের সরকার। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
সুমি/হককথা