ফেসবুকে আসছে নতুন ফিচার
- প্রকাশের সময় : ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৫ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ফেসবুকে আসছে নতুন ফিচার। এবার ইনস্টাগ্রামের মতো ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস নামের ফিচার চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ ফিচার চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন। শিগগিরই ফেসবুক ও মেসেঞ্জারে চ্যানেলস সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু হতে পারে।
আরোও পড়ুন। ডলার দিয়ে কেনা যাবে ফেসবুকের ব্লু ব্যাজ
সম্প্রতি ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা চালু করেছে মেটা। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এ সুবিধা পরখ করার সুযোগ পেয়েছেন। শিগগিরই এ ফিচার ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
আরোও পড়ুন। কীভাবে ফেসবুক আপনার মনের কথা জানে
ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। শুধু তা-ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
সুমি/হককথা