নিউইয়র্ক ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাইডেন পুরো সুস্থ, জানালেন চিকিৎসকরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮১ বার পঠিত

ছবি: ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের বয়স এখন ৮০। এত বেশি বয়সে অন্য কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি। তিনঘণ্টার পরীক্ষার পর বাইডেনকে সম্পূর্ণ সুস্থ ও সবল হিসেবেই পেয়েছেন চিকিৎসকরা। বাইডেন তাই ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন। খবর ডয়চে ভেলে।

সেকারণেই বাইডেনের শরীর কেমন আছে তা জানার জন্য উদগ্রীব হয়েছিলেন আমেরিকার মানুষ। মেরিল্যন্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়। সেখানে এক-দুইটি খুবই সামান্য সমস্যা পাওয়া গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, বাইডেন পুরোদস্তুর সুস্থ ও সবল। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিড আক্রান্ত বাইডেনের শরীরে আর করোনার কোনো প্রভাব নেই।

baiden 2বাইডেনের চিকিৎসক ডেভিড ওকোনর জানিয়েছেন, বাইডেন প্রেসিডেন্টের কাজ চালিয়ে যাওয়ার মতো সুস্থ ও সবল। তিনি রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান এবং চিফ এক্সিকিউটিভের কাজ চালিয়ে যেতে পারবেন।বলা হয়েছে, প্রেসিডেন্টকে পরীক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয়নি। তিনি তার কাজ ও দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম। চিকিৎসকরা জানিয়েছেন, বাইডেনের স্নায়ুগত কোনো সমস্যা নেই। গত সপ্তাহে পিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, যারা তার বয়সের প্রসঙ্গ তুলছেন, তারা প্রেসিডেন্ট হিসাবে তার কাজের দিকে যেন নজর দেন।

তবে ইতিমধ্যেই ভোটদাতাদের নিয়ে বেশ কয়েকটি সমীক্ষা হয়েছে। সেখানে ভোটদাতারা বলেছেন, বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে ঠিকভাবে কাজ করতে পারবেন কি না, তা নিয়ে তারা সন্দিহান। কারণ, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে বাইডেন যখন তার সময়সীমা পুরো করবেন, তখন তার বয়স হবে ৮৬ বছর। আমেরিকায় পুরুষদের গড় আয়ুসীমা হলো ৭৩ বছর। সূত্রঃ দৈনিক ইত্তেফাক

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাইডেন পুরো সুস্থ, জানালেন চিকিৎসকরা

প্রকাশের সময় : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের বয়স এখন ৮০। এত বেশি বয়সে অন্য কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি। তিনঘণ্টার পরীক্ষার পর বাইডেনকে সম্পূর্ণ সুস্থ ও সবল হিসেবেই পেয়েছেন চিকিৎসকরা। বাইডেন তাই ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন। খবর ডয়চে ভেলে।

সেকারণেই বাইডেনের শরীর কেমন আছে তা জানার জন্য উদগ্রীব হয়েছিলেন আমেরিকার মানুষ। মেরিল্যন্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়। সেখানে এক-দুইটি খুবই সামান্য সমস্যা পাওয়া গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, বাইডেন পুরোদস্তুর সুস্থ ও সবল। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিড আক্রান্ত বাইডেনের শরীরে আর করোনার কোনো প্রভাব নেই।

baiden 2বাইডেনের চিকিৎসক ডেভিড ওকোনর জানিয়েছেন, বাইডেন প্রেসিডেন্টের কাজ চালিয়ে যাওয়ার মতো সুস্থ ও সবল। তিনি রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান এবং চিফ এক্সিকিউটিভের কাজ চালিয়ে যেতে পারবেন।বলা হয়েছে, প্রেসিডেন্টকে পরীক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয়নি। তিনি তার কাজ ও দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম। চিকিৎসকরা জানিয়েছেন, বাইডেনের স্নায়ুগত কোনো সমস্যা নেই। গত সপ্তাহে পিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, যারা তার বয়সের প্রসঙ্গ তুলছেন, তারা প্রেসিডেন্ট হিসাবে তার কাজের দিকে যেন নজর দেন।

তবে ইতিমধ্যেই ভোটদাতাদের নিয়ে বেশ কয়েকটি সমীক্ষা হয়েছে। সেখানে ভোটদাতারা বলেছেন, বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে ঠিকভাবে কাজ করতে পারবেন কি না, তা নিয়ে তারা সন্দিহান। কারণ, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে বাইডেন যখন তার সময়সীমা পুরো করবেন, তখন তার বয়স হবে ৮৬ বছর। আমেরিকায় পুরুষদের গড় আয়ুসীমা হলো ৭৩ বছর। সূত্রঃ দৈনিক ইত্তেফাক