নিউইয়র্ক ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পিএসজির অবস্থা ‘প্রেমিকার সঙ্গে সম্পর্কের’ মতো!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৯ বার পঠিত

যা রটে তার কিছু না কিছু ঘটে। পিএসজির ড্রেসিংরুমের অস্থিরতার বিষয়ে চলমান গুঞ্জন সত্য হলো পুরোটাই। ফরাসি ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার অকপটে স্বীকার করেছেন, সত্যিকার অর্থেই পিএসজির ড্রেসিংরুমে অস্থিরতা বিরাজ করছে। তবে নেইমারের দাবি, সেই অস্থিরতাটা খারাপ কিছু নয়। তার মতে, দলের ড্রেসিংরুমের অবস্থাটাকে ‘প্রেমিকার সঙ্গে মান-অভিমানে’র মতো!

গত শনিবার মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে যায় মেসি-এমবাপ্পেবিহীন পিএসজি। ঐ হারের পর থেকেই পিএসজির ড্রেসিংরুমে অস্থিরতা বিরাজ করছে। ফ্রান্সেরই জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ এই খবর প্রকাশ্যে এনেছিল প্রথমে। পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয় ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে দুই ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার ও মারকুইনহোসের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুধু তাই নয়, খেলা চলাকালে মাঠেই সতীর্থদের সঙ্গে কথা কাটাকাটি হয় নেইমারের। মেসি-এমবাপ্পের অনুপস্থিতিতে ঐ ম্যাচে নেইমারের আক্রমণ জুটি ছিলেন হুগো একিতিকে। প্রথমে এই জুটি সঙ্গীর ওপরই চড়াও হন নেইমার। পরে আরেক সতীর্থ ভিটিনহারের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। তবে মাঠের সেই ঘটনাগুলো ড্রেসিংরুমে অস্থিরতা টেনে আনার মতো কিছু ছিল না। ড্রেসিংরুমের পরিবেশটা উত্তপ্ত হয় আসলে ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে নেইমার ও মারকুইনহোসের কথা কাটাকাটির কারণে।

দলের হার মেনে নিতে না পেরে লুইস কাম্পোস খেলোয়াড়দের নিবেদন ও একাগ্রতা নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু দুই ব্রাজিলিয়ান নেইমার ও মারকুইনহোস ঐ অভিযোগ মেনে নিতে পারেননি। তারা উচ্চস্বরে প্রতিবাদ জানান। অনেকটা সময় ধরে তাদের বাগিবতণ্ডা হয়। ঐ ঘটনার পরই গুঞ্জন ছড়িয়ে নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে পিএসজি। এমনকি নেইমারের পাশাপাশি মেসিকেও পিএসজি বিক্রি করে দিতে পারে বলেও খবর রটে। তাদের বিক্রি করে দেওয়ার গুঞ্জনের বিষয়টিকে অবশ্য ‘মিথ্যা’ বলেই উড়িয়ে দিয়েছেন নেইমার।

তবে ড্রেসিংরুমের অস্থিরতার বিষয়ে ঠিকই মুখ খুলেছেন। ভেতরের খবর বাইরে টেনে আনায় ক্ষোভ ঝাড়েন নেইমার। বলেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। যে বিষয়টিতে আমরা একমত ছিলাম না। এটা আসলে ফুটবলেরই একটা অংশ। ড্রেসিংরুমে এমন কিছু না কিছু প্রতিদিনই ঘটে। আমি এ বিষয়গুলোকে পছন্দও করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো, অভিমানের। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ফুটবলারদের উন্নতির জন্য মাঝেমধ্যে এটা খুবই দরকার।’ সূত্রঃ সাম্প্রতিক দেশকাল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পিএসজির অবস্থা ‘প্রেমিকার সঙ্গে সম্পর্কের’ মতো!

প্রকাশের সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

যা রটে তার কিছু না কিছু ঘটে। পিএসজির ড্রেসিংরুমের অস্থিরতার বিষয়ে চলমান গুঞ্জন সত্য হলো পুরোটাই। ফরাসি ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার অকপটে স্বীকার করেছেন, সত্যিকার অর্থেই পিএসজির ড্রেসিংরুমে অস্থিরতা বিরাজ করছে। তবে নেইমারের দাবি, সেই অস্থিরতাটা খারাপ কিছু নয়। তার মতে, দলের ড্রেসিংরুমের অবস্থাটাকে ‘প্রেমিকার সঙ্গে মান-অভিমানে’র মতো!

গত শনিবার মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে যায় মেসি-এমবাপ্পেবিহীন পিএসজি। ঐ হারের পর থেকেই পিএসজির ড্রেসিংরুমে অস্থিরতা বিরাজ করছে। ফ্রান্সেরই জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ এই খবর প্রকাশ্যে এনেছিল প্রথমে। পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয় ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে দুই ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার ও মারকুইনহোসের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুধু তাই নয়, খেলা চলাকালে মাঠেই সতীর্থদের সঙ্গে কথা কাটাকাটি হয় নেইমারের। মেসি-এমবাপ্পের অনুপস্থিতিতে ঐ ম্যাচে নেইমারের আক্রমণ জুটি ছিলেন হুগো একিতিকে। প্রথমে এই জুটি সঙ্গীর ওপরই চড়াও হন নেইমার। পরে আরেক সতীর্থ ভিটিনহারের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। তবে মাঠের সেই ঘটনাগুলো ড্রেসিংরুমে অস্থিরতা টেনে আনার মতো কিছু ছিল না। ড্রেসিংরুমের পরিবেশটা উত্তপ্ত হয় আসলে ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে নেইমার ও মারকুইনহোসের কথা কাটাকাটির কারণে।

দলের হার মেনে নিতে না পেরে লুইস কাম্পোস খেলোয়াড়দের নিবেদন ও একাগ্রতা নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু দুই ব্রাজিলিয়ান নেইমার ও মারকুইনহোস ঐ অভিযোগ মেনে নিতে পারেননি। তারা উচ্চস্বরে প্রতিবাদ জানান। অনেকটা সময় ধরে তাদের বাগিবতণ্ডা হয়। ঐ ঘটনার পরই গুঞ্জন ছড়িয়ে নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে পিএসজি। এমনকি নেইমারের পাশাপাশি মেসিকেও পিএসজি বিক্রি করে দিতে পারে বলেও খবর রটে। তাদের বিক্রি করে দেওয়ার গুঞ্জনের বিষয়টিকে অবশ্য ‘মিথ্যা’ বলেই উড়িয়ে দিয়েছেন নেইমার।

তবে ড্রেসিংরুমের অস্থিরতার বিষয়ে ঠিকই মুখ খুলেছেন। ভেতরের খবর বাইরে টেনে আনায় ক্ষোভ ঝাড়েন নেইমার। বলেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। যে বিষয়টিতে আমরা একমত ছিলাম না। এটা আসলে ফুটবলেরই একটা অংশ। ড্রেসিংরুমে এমন কিছু না কিছু প্রতিদিনই ঘটে। আমি এ বিষয়গুলোকে পছন্দও করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো, অভিমানের। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ফুটবলারদের উন্নতির জন্য মাঝেমধ্যে এটা খুবই দরকার।’ সূত্রঃ সাম্প্রতিক দেশকাল