ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের যে সুবিধা দেবে জার্মানি
- প্রকাশের সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪০ বার পঠিত
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার নাগরিকদের সাময়িক ভিসা দেবে জার্মানি। বর্তমানে জার্মানিতে বসবাসরত তুরস্ক ও সিরিয়ার নাগরিকেরা এই সুবিধার আওতায় স্বজনদের নিয়ে যেতে পারবেন বলে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা জানিয়েছেন।
তিনি বলেন, এটা জরুরি সহায়তা। জার্মানিতে বসবাসরত তুরস্ক ও সিরীয় পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আত্মীয়স্বজনকে তাদের কাছে নিয়ে আসতে পারবেন। এ ক্ষেত্রে তাদের কোনো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না।
ন্যান্সি ফেজা বলেন, নিয়মিত প্রক্রিয়ায় এই ভিসা দেওয়া হবে। ভিসা পেতে তুরস্ক ও সিরিয়ার ওই নাগরিকদের কোনো ঝামেলা পোহাতে হবে না। তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ থাকবে। তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশ দুটিতে। ওই দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই।
এর মধ্যে তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন আর সিরিয়ায় সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথের দাবি, ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। অর্থাৎ ৫০ হাজার ছাড়াতে পারে। সূত্রঃ যুগান্তর