নিউইয়র্ক ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মির্জা ফখরুলকে পাকিস্তান গিয়ে রাজনীতির পরামর্শ বঙ্গবীর কাদের সিদ্দিকীর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৪১ বার পঠিত

বঙ্গবীর কাদের সিদ্দিকী- ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান গিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। আমি ওই ভদ্রলোককে বলতে চাই, তাহলে বাংলাদেশে কেন, পাকিস্তানে গিয়ে রাজনীতি করুন। বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় সেদিন বলেছেন, হঠাৎ নাকি বাংলাদেশ হয়ে গেছে! দেশকে স্বাধীন করতে কত মানুষ মারা গেছেন, কত মানুষের রক্ত ঢালতে হয়েছে, মা-বোন ইজ্জত দিয়েছেন। এ রকম কথা কি সহ্য করা যায়! তাহলে দেশটাকে আবার পাকিস্তান বানাতে বিএনপির হাতে কি নেতৃত্ব দেওয়া যায়?’

শনিবার টাঙ্গাইলের সখীপুরে হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঠে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। কিন্তু স্বাধীনতার এত বছর পরও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জাতির পিতা হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমান এবং জাতীয় পার্টি ক্ষমতায় গেলে হুসেইন মুহম্মদ এরশাদ। এ রকম হবে আগে জানলে, আমি মুক্তিযুদ্ধ করতাম না। আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে, যে বীরগুলো আছেন, তাঁরাও বীর হতে পারতেন না।’ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা তাঁদের অনেকেই এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন নাই। আমি ক্ষমতায় থাকলে ওই অলস মুক্তিযোদ্ধাদের কমপক্ষে ছয় মাস সাজা দিতাম।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা কমিটির সহসভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, উপজেলা কমিটির আহ্বায়ক আবদুর সবুর ও আশিক জাহাঙ্গীর। সূত্রঃ সমকাল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মির্জা ফখরুলকে পাকিস্তান গিয়ে রাজনীতির পরামর্শ বঙ্গবীর কাদের সিদ্দিকীর

প্রকাশের সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান গিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। আমি ওই ভদ্রলোককে বলতে চাই, তাহলে বাংলাদেশে কেন, পাকিস্তানে গিয়ে রাজনীতি করুন। বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় সেদিন বলেছেন, হঠাৎ নাকি বাংলাদেশ হয়ে গেছে! দেশকে স্বাধীন করতে কত মানুষ মারা গেছেন, কত মানুষের রক্ত ঢালতে হয়েছে, মা-বোন ইজ্জত দিয়েছেন। এ রকম কথা কি সহ্য করা যায়! তাহলে দেশটাকে আবার পাকিস্তান বানাতে বিএনপির হাতে কি নেতৃত্ব দেওয়া যায়?’

শনিবার টাঙ্গাইলের সখীপুরে হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঠে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। কিন্তু স্বাধীনতার এত বছর পরও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জাতির পিতা হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমান এবং জাতীয় পার্টি ক্ষমতায় গেলে হুসেইন মুহম্মদ এরশাদ। এ রকম হবে আগে জানলে, আমি মুক্তিযুদ্ধ করতাম না। আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে, যে বীরগুলো আছেন, তাঁরাও বীর হতে পারতেন না।’ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা তাঁদের অনেকেই এখনও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন নাই। আমি ক্ষমতায় থাকলে ওই অলস মুক্তিযোদ্ধাদের কমপক্ষে ছয় মাস সাজা দিতাম।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা কমিটির সহসভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, উপজেলা কমিটির আহ্বায়ক আবদুর সবুর ও আশিক জাহাঙ্গীর। সূত্রঃ সমকাল