নিউইয়র্ক ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রিজওয়ানের হাতে বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৪ বার পঠিত

মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষার এই মাসকে ঘিরে বিপিএলে আজ ছিল বিশেষ আয়োজন। বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি পরে আজ শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে নেমেছিলেন ধারাভাষ্যকাররা। তাদের পরনে ছিল বাংলা বর্ণমালা সম্বলিত কালো পাঞ্জাবি। সাদা শাড়িতে সেজেছেন বিপিএলের সঞ্চালক পামেলা সিং। এছাড়া বিপিএলের দেশি-বিদেশি সব খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

সতীর্থদের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বাহুতেও দেখা যায় বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’। তবে কেনো এই আয়োজন, সেটি সম্পর্কে ধারণা নেই রিজওয়ানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিজওয়ান বলেন, ‘সত্যি কথা বলতে আমার ধারণা নেই। সবাই বাহুবন্ধনী নিয়ে নেমেছেন, আমিও তাই। জানি যে আজ ছুটির দিন। তবে কেনো এই আয়োজন সেটি সম্পর্কে আমার ধারণা নেই।’

তবে সাংবাদিকদের কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা শুনে বলে উঠলেন, ‘আপনি যেটা বললেন, আজ বাংলা ভাষা দিবস। আমি এটা ভালোবাসি। কারণ আমি কিছু শব্দ শিখেছি, যেমন ভালোবাসা, কেমন আছো, ভালো মানুষ।’

বিষয়টি না জানার জন্য দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেন, ‘দুঃখিত, আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’ সূত্রঃ সমকাল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রিজওয়ানের হাতে বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’

প্রকাশের সময় : ০২:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষার এই মাসকে ঘিরে বিপিএলে আজ ছিল বিশেষ আয়োজন। বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি পরে আজ শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে নেমেছিলেন ধারাভাষ্যকাররা। তাদের পরনে ছিল বাংলা বর্ণমালা সম্বলিত কালো পাঞ্জাবি। সাদা শাড়িতে সেজেছেন বিপিএলের সঞ্চালক পামেলা সিং। এছাড়া বিপিএলের দেশি-বিদেশি সব খেলোয়াড়রাও পরেছেন বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’।

সতীর্থদের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বাহুতেও দেখা যায় বাংলা বর্ণমালার ‘আর্মব্যান্ড’। তবে কেনো এই আয়োজন, সেটি সম্পর্কে ধারণা নেই রিজওয়ানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিজওয়ান বলেন, ‘সত্যি কথা বলতে আমার ধারণা নেই। সবাই বাহুবন্ধনী নিয়ে নেমেছেন, আমিও তাই। জানি যে আজ ছুটির দিন। তবে কেনো এই আয়োজন সেটি সম্পর্কে আমার ধারণা নেই।’

তবে সাংবাদিকদের কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা শুনে বলে উঠলেন, ‘আপনি যেটা বললেন, আজ বাংলা ভাষা দিবস। আমি এটা ভালোবাসি। কারণ আমি কিছু শব্দ শিখেছি, যেমন ভালোবাসা, কেমন আছো, ভালো মানুষ।’

বিষয়টি না জানার জন্য দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেন, ‘দুঃখিত, আমি জানি না বাংলাদেশে আজ কী দিন। যদিও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখান থেকে পেশোয়ারের মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি, আমি আলাদা কিছু দেখি না এই ভালোবাসার চেয়ে।’ সূত্রঃ সমকাল