নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রেমিকদের সঙ্গে পালালেন ৪ স্ত্রী, অতঃপর—

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮০ বার পঠিত

প্রতীকী ছবি

পারিবারিক সমস্যা সমাধানে একটি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয় নিম্নআয়ের মানুষের জন্য। আর সহায়তার সেই অর্থ পেয়েই স্বামীদের ছেড়ে প্রেমিকদের হাত ধরে পালিয়েছেন চার নারী। ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। তবে এ প্রকল্পের সুবিধাভোগী হতে হলে পরিবারের নারী প্রধানকে ঘরের মালিক বা সহমালিক হওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র।

এ প্রকল্পের আওতায় অর্থ সহায়তা পাওয়া ওই চার নারী টাকা পেয়েই সেটির অপব্যবহার করেছেন। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০ হাজার রুপি করে ঢোকার পর নিজ নিজ স্বামীকে রেখে পালিয়ে যান তারা।

এখন দুটি সমস্যার মুখোমুখি হয়েছেন পালিয়ে যাওয়া চার নারীর স্বামীরা। প্রথমত তারা আশঙ্কা করছেন, জেলা নগর উন্নয়ন সংস্থা (ডিইউডিএ) তাদের সতর্ক করবে। কেননা তারাও এখন ঘর নির্মাণ শুরু করেননি। দ্বিতীয়ত কিস্তির টাকা পরিশোধের জন্য নোটিশ পাওয়ারও আশঙ্কা করছেন তারা।

এ জন্য তাদের স্ত্রীদের অ্যাকাউন্টে কিস্তির টাকা আর না পাঠাতে ডিইউডিএর কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন ওই চার নারীর স্বামী। ঘর নির্মাণের জন্য ডিইউডিএ নোটিশ পাঠানোর পর পুরো বিষয়টি সামনে আসে।

ডিইউডিএ প্রকল্প কর্মকর্তা সৌরভ ত্রিপাঠি বলেন, স্বামীদের তাদের স্ত্রীদের রাজি করিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এটি সরকারি অর্থ, এটির অপব্যবহার করা উচিত নয়। যদি তা হয়, তা হলে বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। সূত্রঃ এনডিটিভির।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রেমিকদের সঙ্গে পালালেন ৪ স্ত্রী, অতঃপর—

প্রকাশের সময় : ১২:১৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

পারিবারিক সমস্যা সমাধানে একটি প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয় নিম্নআয়ের মানুষের জন্য। আর সহায়তার সেই অর্থ পেয়েই স্বামীদের ছেড়ে প্রেমিকদের হাত ধরে পালিয়েছেন চার নারী। ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। তবে এ প্রকল্পের সুবিধাভোগী হতে হলে পরিবারের নারী প্রধানকে ঘরের মালিক বা সহমালিক হওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র।

এ প্রকল্পের আওতায় অর্থ সহায়তা পাওয়া ওই চার নারী টাকা পেয়েই সেটির অপব্যবহার করেছেন। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০ হাজার রুপি করে ঢোকার পর নিজ নিজ স্বামীকে রেখে পালিয়ে যান তারা।

এখন দুটি সমস্যার মুখোমুখি হয়েছেন পালিয়ে যাওয়া চার নারীর স্বামীরা। প্রথমত তারা আশঙ্কা করছেন, জেলা নগর উন্নয়ন সংস্থা (ডিইউডিএ) তাদের সতর্ক করবে। কেননা তারাও এখন ঘর নির্মাণ শুরু করেননি। দ্বিতীয়ত কিস্তির টাকা পরিশোধের জন্য নোটিশ পাওয়ারও আশঙ্কা করছেন তারা।

এ জন্য তাদের স্ত্রীদের অ্যাকাউন্টে কিস্তির টাকা আর না পাঠাতে ডিইউডিএর কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন ওই চার নারীর স্বামী। ঘর নির্মাণের জন্য ডিইউডিএ নোটিশ পাঠানোর পর পুরো বিষয়টি সামনে আসে।

ডিইউডিএ প্রকল্প কর্মকর্তা সৌরভ ত্রিপাঠি বলেন, স্বামীদের তাদের স্ত্রীদের রাজি করিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এটি সরকারি অর্থ, এটির অপব্যবহার করা উচিত নয়। যদি তা হয়, তা হলে বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। সূত্রঃ এনডিটিভির।