রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ………… : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা-বিএনপি চেয়ারপারসনের ঈদের শুভেচ্ছা
- প্রকাশের সময় : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০১৫
- / ৯৬৫ বার পঠিত
ঢাকা: ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ…………’। বাংলাদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। সেই অনুযায়ী শনিবার ১৮ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। ঈদুল ফিতরের দিন নির্ধারণ ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়কমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নাসির উদ্দিন, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাকছুদুর রহমান পাটওয়ারী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যগ্মসচিব মো. আমজাদ আলী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোম্ম্মদ জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মোহাম্মদ শাহ আলম, স্পারসোর পিএসও মোহাম্মদ শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদ দেখার খবরে সারা দেশে বইছে ঈদের আনন্দ। শনিবার ধনী-গরিব, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে এক কাতারে ঈদের জামায়াত আদায় করবেন। একে অন্যের কুশল বিনিময় করবেন। ঈদ উপলক্ষ্যে হাসপাতাল, এতিমখানা ও বন্দীদের জন্য কারাগারগুলোতে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণকেন্দ্রগুলোতেও থাকবে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা। ঈদ উপলক্ষে রাজধানীর সড়ক ও সড়কদ্বীপগুলোকে সাজানো হয়েছে রঙ্গিন পতাকায়। দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও আয়োজন করেছে ঈদের বর্ণিল অনুষ্ঠানমালা।
ঈদের দিন গণভবনে সকাল সাড়ে নয়টা থেকে রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কূটনীতিক, বিচারপতি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা-বিএনপি প্রধানের ঈদের শুভেচ্ছা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক পৃথক বানীতে তারা ঈদের শুভেচ্ছা জানান।
দেশবাসীকে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি এক বানীতে বলেছেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল-ফিতর- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে শেখ হাসিনা বলেন,‘পবিত্র এদিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে সকাল ১০টা থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশা এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এছাড়াও শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় ক‚টনীতিক ও বিচারপতিদের সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। ঈদের দিন রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় থেকে শুভেচ্ছা বিনিময় করবেন। এদিন বিএনপি নেত্রী খালেদা জিয়া বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে প্রথমে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সোয়া ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির আমন্ত্রণপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদ মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বারতা বয়ে আনবে।