বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে, জঙ্গী শাসন চলছে
- প্রকাশের সময় : ১২:৪৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০১৫
- / ১৫৮৪ বার পঠিত
নিউইয়র্ক: কেন্দ্রীয় বিএনপি’র সহ প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে, দেশে জঙ্গী শাসন চলছে। দেশ চরম সঙ্কটে, দেশে আইনের শাসন নেই। তিনি বলেন, আওয়ামী লীগের দু:শাসন-অপশাসন থেকে মুক্তি পেতে আর জাতীয় ও দলীয় সংহতি রক্ষা করতে হলে দেশে-প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই। দলীয় নেতা-কর্মীদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিউইয়র্ক ষ্টেট ও সিটি যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স উপরোক্ত কথা বলেন। সিটির জ্যামাইকার হিলসাইডস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে ৯ জুলাই বৃহষ্প্রতিবার এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ‘হাসন রাজা’ খ্যাত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও কেন্দ্রীয় জাসাস-এর সহ সভাপতি হেলাল খান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও কেন্দ্রীয় জাসাস নেত্রী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আবুল হাসেম শাহাদৎ, বিএনপি নেতা এবাদ চৌধুরী, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম ডলার, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আহবাব হোসেন খোকন ও আতিকুল হক আহাদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান এবং মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি বিলাল আহমেদ চৌধুরী।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ খন্দকার রমজান আলম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া ও সিটি যুবদলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী।
মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স তার সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের উপর স্টীম রোলার চালিয়ে নিপীড়ন-নির্যাতনের চরম পর্যায়ে পৌছেছে। দলের অন্যতম ক্লীন ব্যক্তি ও ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির লক্ষ, লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। সারা দেশ কারাগারে পরিণত করা হয়েছে। সরকারের নির্যাতনের শিকারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের অবস্থা গুরুতর। দলের আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পিন্টু সরকার মৃত্যুর মুখে ঠেলে দেয়ায় তিনি কারাগারেই মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় জাতীয়তাবাদী সকল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
সম্প্রতি জাতিসংঘের বাংলাদেশ মিশনের এক অনুষ্ঠানে প্রদত্ত প্রখ্যাত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্যেরও নিন্দা জানান বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স।
মাহফিলে বিএনপি ও যুবদলসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ কামাল আহমেদ, হাজী নূরুল ইসলাম, মহিবুর রহমান (চেয়ারম্যান), ডা. জাহিদ দেওয়ান শামীম, রোজী আক্তার, এডভোকেট কামরুজ্জামান বাবু, আব্দুর রহীম, মুনা’র কুইন্স চ্যাপ্টারের সভাপতি জালাল উদ্দিন সহ সর্বস্তরের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।