বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:১৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ২২ বার পঠিত
নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সময় রোববার ( ১৫ জানুয়ারী ) বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই বিষয়টি জানানো হয়েছে । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য যথাক্রমে ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূঁইয়া, সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির সভা শুরু হওয়ার আগে গত নির্বাচনের আয়-ব্যয়ের হিসাবের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল আহমেদ জনির নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের হাতে হস্তান্তর করেন। এ সময় সভাপতি মোঃ রব মিয়া নানা প্রতিকূলতার মধ্যেও একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সকল সদস্যদের আবারো ধন্যবাদ জানান। তিনি বলেন, অডিট রিপোর্টটি পর্যালোচনা করে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত এবং কোন ধরনের প্রশ্ন থাকলে পরবর্তীতে কমিশনকে অবহিত করবেন।
এরপর কার্যকরী পরিষদের সভার শুরুতেই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া। তিনি সকলকে স্মরণ করিয়ে বলেন নিরঙ্কুশ এই বিজয়ে আমাদের সকলের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা অনেক অনেক গুন বেড়েছে তাও মনে রাখতে হবে। এ সময় তিনি আবারও উপস্থিত কার্যকরী কমিটির সকল কর্মকর্তাদের গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ববোধের প্রতি যত্নশীল হওয়া এবং তা পালন করার জন্য অনুরোধ করেন।সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রæয়ারী বৃহৎ পরিসরে উদযাপনের লক্ষ্যে মহিউদ্দিন উদ্দিন দেওয়ান-কে আহবায়ক এবং আমিনুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়। এ সময় উদযাপন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান কার্যকরী পরিষদের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করে।
অপরদিকে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৃহৎ পরিসরে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ২৯ জানুয়ারী রোববার বিকেল ৪টায় বাংলাদেশ সোসাইটি ভবনে প্রবাসের সকল রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আহ্বায়ক কমিটি ও কার্যকরী পরিষদ।