ধর্মীয় আমেজে টাঙ্গাইল জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
- / ৮৮৮ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। মাহফিলে দেশ, দেশবাসী ও টাঙ্গাইলবাসীদের সার্বিক সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে টাঙ্গাইল জেলা সমিতির ইফতার মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আইয়্যুব আলী। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের দুই শতাধিক প্রবাসী যোগ দেন। সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ সমিতির অন্যান্য কর্মকর্তা অতিথিসহ টাঙ্গাইলবাসীদের স্বাগত জানান। খবর ইউএনএ’র।
ইফতার মাহফিলে সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোকাদ্দেস আলী, হারুনুর রশীদ বাবলু, দেওয়ান আামিনুর রহমান, আব্দুস সালাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, শামসুজ্জামান খান, খন্দকার মাহবুব হোসেন, আশরাফুল আলম জঙ্গী, শামীম আল মামুন স্বপন, মোহাম্মদ মজিবর রহমান, আশরাফ ভূঁইয়া টনি, মির্জা নূর ই আলম, মোহাম্মদ শিহাব উদ্দিন, মোহাম্মদ তারিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আল আমীন, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুর রউফ, হাসান আলী বাবু, এবিএ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
মাহফিলে আগামী ২৬ জুলাই রোববার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের ঘোষণা দেয়া হয়। নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ হেকশেয়ার ষ্টেট পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হবে।