বিজ্ঞাপন :
ফের ব্যর্থ ম্যাকার্থি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ৪৮ বার পঠিত
পূর্বের আশঙ্কাই সত্যি হলো। টানা সপ্তমবারের ভোটাভুটিতেও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ স্পিকার নির্বাচন করতে পারলো না। ফের হেরে গেলেন রিপাবলিকান প্রার্থী ম্যাকার্থি। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজকের ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০১ ভোট। ম্যাকার্থির বিরুদ্ধে রিপাবলিকান বায়রন ডনাল্ডসকে ভোট দিয়েছেন ১৯ জন। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জেফরিস ২১২টি ভোট। স্পিকার হতে গেলে ২১৮টি ভোট পেতে হবে।
এর আগে গত বুধবার যে তিনবার ভোটাভুটি হয়েছে, তাতে ম্যাকার্থি পেয়েছেন ২০১টি ভোট। ডনাল্ডস ২০টি ভোট এবং ডেমোক্র্যাট প্রার্থী জেফরিস ২১২টি ভোট।
বুধবার ভোটের আগে ও পরে ম্যাকার্থি সহযোগীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। কৌশল তৈরি করেছেন। তবে সেটিও আজ ব্যর্থ বলে মনে হচ্ছে।
Tag :