মিঃ বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন ডা.নিয়ন

- প্রকাশের সময় : ০৬:৫০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ৫২ বার পঠিত
২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া জাতীয় শরীর গঠন ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ১৭০ সে.মি ক্যাটাগরিতে ফার্স্ট রানার্সআপ হয়েছেন ডা.আজহারুল ইসলাম নিয়ন। তিনি বিগত বছরগুলোতে বেশ কিছু শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ কতে চ্যাম্পিয়নও হয়েছিলেন। বাংলাদেশে একজন ডাক্তার হয়ে এমন প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে শরীর গঠন করে নজর কেড়েছেন ডা.আজহারুল ইসলাম নিয়ন | তিনি কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে উচ্চতর ডিগ্রী করছেন। তার ইচ্ছা বিদেশে প্রশিক্ষণ নিয়ে বিশ্বমানের ফিটনেস ইন্সট্রাক্টর, নিউট্রিশনিস্ট ও ফিটনেস আইকন হওয়ার। দেশের তরুণদের এ বিষয়ে প্রশিক্ষণও দিতে চান তিনি। ডা.আজহারুল ইসলাম নিয়ন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বায়েক উনিয়নের শাহ আলম কলেজের প্রিন্সিপাল মাজহারুল ইসলাম ও বায়েক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাসরির আক্তারের সন্তান | সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ নিউইয়র্ক এর প্রিসিলা ডা.আজহারুল ইসলাম নিয়নের মামাত বোন। ডঃ নিয়ন বলেন , মাদক, অনলাইন গেমে অকারণে সময় নষ্ট না করে অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য আমি শরীর গঠন কে নেশা হিসাবে নিয়েছি। নিজে শিখছি , অন্যদের শিখতে উৎসাহ দিচ্ছি। আমার মনে হয় এভাবে নিজেকে সুস্থ ও ফিট রাখা যাবে , আমায় দেখে অন্যরাও উৎসাহিত হবে এবং ভাল থাকবে , মন্দ কাজ থেকে বিরত থাকবে। অনেকের মধ্যে ডা.আজহারুল ইসলাম নিয়নের একজন পছন্দের মানুষ সোহেল তাজ , যার কাছ থেকে তিনি মোটিভেশন পান।