বড়দিনে রোনালদোকে ২৮ কোটি টাকার গাড়ি উপহার প্রেমিকার

- প্রকাশের সময় : ০৬:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ৭৭ বার পঠিত
ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়িপ্রীতির খবর সবারই জানা। বড়দিনের ছুটিতে পর্তুগিজ সুপারস্টারকে ২৮ কোটি টাকা দামের একটি রোলস রয়েলস গাড়ি উপহার দিয়েছেন তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। গাড়ি নিয়ে রোনালদো এবং জর্জিনা দু’জনই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।
বিশ্বকাপ শুরুর অনেক আগ থেকেই পেশাদার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ক্লাবছাড়া হয়েছেন। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনা না হওয়ায় নকআউট পর্বে শুরুর একাদশে খেলতে পারেননি।
পেশাদার জীবন টালমাটাল হলেও বড়দিনের ছুটি বেশ ঘটা করেই কাটাচ্ছেন রোনালদো। সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটানো রোনালদোকে সেখানেই বড়দিন উপলক্ষে গাড়ি উপহার দিয়েছেন প্রেমিকা জর্জিনা।
বৃটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, গাড়িটি কিনতে এই স্প্যানিশ মডেলের খরচ হয়েছে আড়াই লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার দাম ২৮ কোটি ১১ লাখ টাকা। ২০১৬ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন রোনালদো-জর্জিনা। তার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ইতোমধ্যেই দুইবার ক্লাব বদল করেছেন রোনালদো। এবার তৃতীয় ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর সৌদি ক্লাব আল নাসেরে ৭ বছরের চুক্তিতে যোগ দেবেন রোনালদো।
সেখানে মৌসুম প্রতি ১৭৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন বলে জানানো হচ্ছে।