নিউইয়র্ক ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ’র বিজয় দিবস উদযাপন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ১৩১ বার পঠিত

নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ বর্ণিল আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বিজয়ের কবিতা উৎসব, স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত সহ মনোজ্ঞ সব পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কবি জুলি বলেন, সাজুফতার বিগত দশ বছরের অর্জন মোটেও ফেলনা নয়। দশ বছরে তার স্বরচিত কবিতা, গান, গীতিকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য, বৈশাখের গীতি-আলেখ্য, ফাগুন সন্ধ্যা ঋতু বৈচিত্রে ভরপুর। আর এসবই তাঁর নিজস্ব অর্জন কোন ধার করা সৃজন নয়। নিজের বুকের জমিন ক্ষুধিত ফসল। কবি জুলি আরও বলেন. আমি চলি ধীর গতিতে, থেমে থাকি না। কচ্ছপি পায়ে চলেও অর্জন সৃজন ধীর নয়। তিনি জানান, এবার তাঁর আয়নার যুদ্ধ নৃত্যনাট্য বাংলাদেশ শিল্পকলায় পরিবেশিত হতে যাচ্ছে। তিনি বলেন-
আমাকে যারা রাখছো দারুন হেলায়
ভিজিয়ে আমি রাখছি ভালোবাসায়
তোমাদের দেবার কিছু আমার নাই
আমার এই ভগ্ন হৃদয়ে যতে দেই ঠাঁই।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ড. দলিলুর রহমান, শুধাংশু মন্ডল, শরীফুজ্জামান পল, ছন্দা বিনতে সুলতান, ইমরান আলী, ননী মল্লিক, কামরুন নাহার খানম, মেহের চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, মাধুরী রায় প্রমুখ।

বাচিকতায় ছিলেন শফিক উল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, ইতি রহমান, রায়ানা রহমান, কামরুন নাহার খানম রীতা ও মাকসুদা আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. দলিলুর রহমান, কাজী জামান, বীর মুক্তিযোদ্ধা শফিক উল্লাহ, শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায় চৌধুরী, মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট তফাদার নূর, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আভা’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি সামাদ মিয়া জাকের, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেক্সোনা মজুমদার প্রমুখ।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন নাসরীন চৌধুরী, ননী মল্লিক, কিশলয় মল্লিক, ভারতী রায় ও মনিকা রায়। তবলায় সংগত করেন নিউইয়র্কের প্রথম নারী তবলা বাদক চামেলী গোমেজ।
আয়োজনে আরো ছিলো ছোটাকারে বই উৎসব। কবি জুলি রহমানের এ বছরের নতুন বই ‘লকডাউন ২০২২’, ‘কাহন তিন’। আরও ছিল শরীফুজ্জামান পল এর বই। গল্পে পুরষ্কার প্রাপ্ত সাবেক সচীব মাসুদ আহমদ সহ কবি ওমর শামস, ড. দলিলুর রহমান, প্রয়াত লেখক নয়ন রহমান, কবি ইদ্রিস আলী মেহেদী ও জুলি রহমান সম্পাদিত লিটল ম্যাগাজিন জলপ্রপাত ও সাজুফতা লিটল ম্যাগ।
অনুষ্ঠানে কবি জুলি রহমান-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হ্যাপী চৌধুরী। মনিকা রায় তুলে দেন কবির কন্ঠে স্বয়ং হাতে মনিহার। রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ’র বিজয় দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৮:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ বর্ণিল আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বিজয়ের কবিতা উৎসব, স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত সহ মনোজ্ঞ সব পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কবি জুলি বলেন, সাজুফতার বিগত দশ বছরের অর্জন মোটেও ফেলনা নয়। দশ বছরে তার স্বরচিত কবিতা, গান, গীতিকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য, বৈশাখের গীতি-আলেখ্য, ফাগুন সন্ধ্যা ঋতু বৈচিত্রে ভরপুর। আর এসবই তাঁর নিজস্ব অর্জন কোন ধার করা সৃজন নয়। নিজের বুকের জমিন ক্ষুধিত ফসল। কবি জুলি আরও বলেন. আমি চলি ধীর গতিতে, থেমে থাকি না। কচ্ছপি পায়ে চলেও অর্জন সৃজন ধীর নয়। তিনি জানান, এবার তাঁর আয়নার যুদ্ধ নৃত্যনাট্য বাংলাদেশ শিল্পকলায় পরিবেশিত হতে যাচ্ছে। তিনি বলেন-
আমাকে যারা রাখছো দারুন হেলায়
ভিজিয়ে আমি রাখছি ভালোবাসায়
তোমাদের দেবার কিছু আমার নাই
আমার এই ভগ্ন হৃদয়ে যতে দেই ঠাঁই।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ড. দলিলুর রহমান, শুধাংশু মন্ডল, শরীফুজ্জামান পল, ছন্দা বিনতে সুলতান, ইমরান আলী, ননী মল্লিক, কামরুন নাহার খানম, মেহের চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, মাধুরী রায় প্রমুখ।

বাচিকতায় ছিলেন শফিক উল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, ইতি রহমান, রায়ানা রহমান, কামরুন নাহার খানম রীতা ও মাকসুদা আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. দলিলুর রহমান, কাজী জামান, বীর মুক্তিযোদ্ধা শফিক উল্লাহ, শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায় চৌধুরী, মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট তফাদার নূর, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আভা’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি সামাদ মিয়া জাকের, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেক্সোনা মজুমদার প্রমুখ।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন নাসরীন চৌধুরী, ননী মল্লিক, কিশলয় মল্লিক, ভারতী রায় ও মনিকা রায়। তবলায় সংগত করেন নিউইয়র্কের প্রথম নারী তবলা বাদক চামেলী গোমেজ।
আয়োজনে আরো ছিলো ছোটাকারে বই উৎসব। কবি জুলি রহমানের এ বছরের নতুন বই ‘লকডাউন ২০২২’, ‘কাহন তিন’। আরও ছিল শরীফুজ্জামান পল এর বই। গল্পে পুরষ্কার প্রাপ্ত সাবেক সচীব মাসুদ আহমদ সহ কবি ওমর শামস, ড. দলিলুর রহমান, প্রয়াত লেখক নয়ন রহমান, কবি ইদ্রিস আলী মেহেদী ও জুলি রহমান সম্পাদিত লিটল ম্যাগাজিন জলপ্রপাত ও সাজুফতা লিটল ম্যাগ।
অনুষ্ঠানে কবি জুলি রহমান-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হ্যাপী চৌধুরী। মনিকা রায় তুলে দেন কবির কন্ঠে স্বয়ং হাতে মনিহার। রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।