নিউইয়র্ক ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জেবিবি এনওয়াই’র বার্ষিক সাধারণ সভা ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫
  • / ৭৫৬ বার পঠিত

নিউইয়র্ক: প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশী ব্যবসাসীয়দের সংগঠন ‘বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব এনওয়াই-এর বার্ষিক সাধারণ সভা, ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো। সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি আর ব্যবসায়ীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে মহসিন-দিদার নেতৃত্বাধীন কমিটি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্বে থাকবে। সিটির জ্যাকসন হাইটস্থ হাট বাজার মিলনায়তনে গত ২৫ জুন শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেবিবিএ এনওয়াই’র সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের খসড়া বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার। এছাড়া বার্ষিক আয়-ব্যয়ের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ফিরোজ আলম। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাইদ রহমান মান্নান, হারুণ ভূঁইয়া, মহসীন ননী, মোহাম্মদ রহমান, গিয়াস মজুমদার, সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, সহ-সভাপতি কাজী শামসুদ্দোহা প্রমূখ ।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনে আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার বর্তমান কমিটির বিগত দিনের বিভিন্ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জুলাই মাসে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি সঠিকভাবে সংগঠন পরিচালনা করতে। তারপরও সাফল্যে পাশাপাশি আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা সময়মত সাধারণ সভা করতে পারিনি এটা আমাদের বড় ব্যর্থতা। তিনি ব্যবসায়ীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। সভায় সদস্যদের সমালোচনার জবাবে তিনি বলেন, জেবিবিএ’র ১৬ বছরের ইতিহাসে এই বছর প্রথম আমরা ট্যাক্স ফাইল করেছি। সংগঠনকে ফাইভ ও ওয়ান সি উপহার দিয়েছি। এটাই বড় সাফল্য।
সাধারণ সভায় বক্তারা সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্যের প্রতিবেদনের উপর আলোচনাকালে সাংগঠনিক বিষয়েও বক্তব্য রাখেন। বক্তারা জেবিবিএ’র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সংগঠনকে অবশ্যই ব্যবসায়ীদের সংগঠনে পরিণত করতে হবে, এলাকার সকল বাংলাদেশী ব্যবসায়ীকে সদস্য করতে হবে এবং সকলের সাথে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করতে হবে । বক্তারা বলেন, আমরা বিভিক্তি নয়, একটি জেবিবিএ চাই, সকল ব্যবসায়ীদের মধ্যে ঐক্য চাই। সেই সাথে তারা ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্রেতাদের সুবিধা-অসুবিধার ব্যপারে নজর দেয়ার উপরও গুরুতারোপ করেন।
সভায় কোন কোন বক্তা জেবিবিএ’র মতো সংগঠনের ফান্ডে মাত্র ৪১২ ডলার গচ্ছিত থাকার সমালোচনা এবং তহবিল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেবিবিএ’র ব্যবস্থাপনায় আগের মতো ঈদের জামাত আয়োজনের আহ্বান জানান।
বক্তাদের কেউ কেউ বর্তমান কমিটির সফলতা ও ব্যর্থতার কথা তুলে ধরেন। তারা বলেন, সংগঠনে ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থকে বড় করে দেখতে হবে। জ্যাকসন হাইটস এলাকার সকল বাংলাদেশী ব্যবসায়ীকে সদস্য করতে হবে। সংগঠনকে আরও গতিশীল এবং মর্যাদাশীল সংগঠনে পরিণত করে ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য সংগঠনে পরিণত করতে হবে। তারা বলেন, আমরা স্ট্রং জেবিবিএ দেখতে চাই।
সভা শেষে সভাপতি আলোচনার বিষয়গুলো অনুমোদনের জন্য কন্ঠভোটে দিলে ২/১জনের আপত্তি থাকলেও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হয়। এছাড়া উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য সংগ্রহ কর্মসূচী গ্রহণ এবং সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভার পর অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন জেবিবিএ’র সদস্য মাওলানা এ কে এম রহমান। বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, জেবিবিএ’র কর্মকর্তা-সদস্যবৃন্দ ছাড়াও এই পর্বে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী মন্টু, কামরুল ইসলাম কামরুল, রাশেদ আহমেদ, মোশাররফ হোসাইন, জাহাঙ্গীর মোল¬া সানী, মোহাম্মদ ইলিয়াস, মোল্লা মাসুদ, মাহমুদ হোসাইন বাদশা, তৈয়বুর রহমান টনি, কৃষ্ণ সাহা, ফাহাদ সোলেয়মান, রফিক আহমেদ, এএফএম মিসবাউজ্জামান, মোহাম্মদ এহসান, কামরুজ্জামান বকুল, সাজ্জাদ হোসাইন, রিজু মোহাম্মদ প্রমুখ। খবর ইউএনএ’র।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জেবিবি এনওয়াই’র বার্ষিক সাধারণ সভা ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫

নিউইয়র্ক: প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশী ব্যবসাসীয়দের সংগঠন ‘বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব এনওয়াই-এর বার্ষিক সাধারণ সভা, ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো। সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি আর ব্যবসায়ীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে মহসিন-দিদার নেতৃত্বাধীন কমিটি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্বে থাকবে। সিটির জ্যাকসন হাইটস্থ হাট বাজার মিলনায়তনে গত ২৫ জুন শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেবিবিএ এনওয়াই’র সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের খসড়া বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার। এছাড়া বার্ষিক আয়-ব্যয়ের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ফিরোজ আলম। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাইদ রহমান মান্নান, হারুণ ভূঁইয়া, মহসীন ননী, মোহাম্মদ রহমান, গিয়াস মজুমদার, সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, সহ-সভাপতি কাজী শামসুদ্দোহা প্রমূখ ।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনে আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার বর্তমান কমিটির বিগত দিনের বিভিন্ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জুলাই মাসে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি সঠিকভাবে সংগঠন পরিচালনা করতে। তারপরও সাফল্যে পাশাপাশি আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা সময়মত সাধারণ সভা করতে পারিনি এটা আমাদের বড় ব্যর্থতা। তিনি ব্যবসায়ীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। সভায় সদস্যদের সমালোচনার জবাবে তিনি বলেন, জেবিবিএ’র ১৬ বছরের ইতিহাসে এই বছর প্রথম আমরা ট্যাক্স ফাইল করেছি। সংগঠনকে ফাইভ ও ওয়ান সি উপহার দিয়েছি। এটাই বড় সাফল্য।
সাধারণ সভায় বক্তারা সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্যের প্রতিবেদনের উপর আলোচনাকালে সাংগঠনিক বিষয়েও বক্তব্য রাখেন। বক্তারা জেবিবিএ’র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সংগঠনকে অবশ্যই ব্যবসায়ীদের সংগঠনে পরিণত করতে হবে, এলাকার সকল বাংলাদেশী ব্যবসায়ীকে সদস্য করতে হবে এবং সকলের সাথে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করতে হবে । বক্তারা বলেন, আমরা বিভিক্তি নয়, একটি জেবিবিএ চাই, সকল ব্যবসায়ীদের মধ্যে ঐক্য চাই। সেই সাথে তারা ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্রেতাদের সুবিধা-অসুবিধার ব্যপারে নজর দেয়ার উপরও গুরুতারোপ করেন।
সভায় কোন কোন বক্তা জেবিবিএ’র মতো সংগঠনের ফান্ডে মাত্র ৪১২ ডলার গচ্ছিত থাকার সমালোচনা এবং তহবিল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেবিবিএ’র ব্যবস্থাপনায় আগের মতো ঈদের জামাত আয়োজনের আহ্বান জানান।
বক্তাদের কেউ কেউ বর্তমান কমিটির সফলতা ও ব্যর্থতার কথা তুলে ধরেন। তারা বলেন, সংগঠনে ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থকে বড় করে দেখতে হবে। জ্যাকসন হাইটস এলাকার সকল বাংলাদেশী ব্যবসায়ীকে সদস্য করতে হবে। সংগঠনকে আরও গতিশীল এবং মর্যাদাশীল সংগঠনে পরিণত করে ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য সংগঠনে পরিণত করতে হবে। তারা বলেন, আমরা স্ট্রং জেবিবিএ দেখতে চাই।
সভা শেষে সভাপতি আলোচনার বিষয়গুলো অনুমোদনের জন্য কন্ঠভোটে দিলে ২/১জনের আপত্তি থাকলেও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হয়। এছাড়া উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য সংগ্রহ কর্মসূচী গ্রহণ এবং সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভার পর অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন জেবিবিএ’র সদস্য মাওলানা এ কে এম রহমান। বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, জেবিবিএ’র কর্মকর্তা-সদস্যবৃন্দ ছাড়াও এই পর্বে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী মন্টু, কামরুল ইসলাম কামরুল, রাশেদ আহমেদ, মোশাররফ হোসাইন, জাহাঙ্গীর মোল¬া সানী, মোহাম্মদ ইলিয়াস, মোল্লা মাসুদ, মাহমুদ হোসাইন বাদশা, তৈয়বুর রহমান টনি, কৃষ্ণ সাহা, ফাহাদ সোলেয়মান, রফিক আহমেদ, এএফএম মিসবাউজ্জামান, মোহাম্মদ এহসান, কামরুজ্জামান বকুল, সাজ্জাদ হোসাইন, রিজু মোহাম্মদ প্রমুখ। খবর ইউএনএ’র।