নিউইয়র্ক ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এখনই অবসর নেবেন না মদরিচ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ৫০ বার পঠিত

বয়স চল্লিশ ছুঁই ছুঁই। সম্ভাব্য শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন লুকা মদরিচ। ২০২৬ সালে আরেকটি আসর না খেলার সম্ভাবনাই বেশি তার। তাই ঘুরে ফিরে রিয়াল মাদ্রিদ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত পরিকল্পনা আলোচনায় আসছে। মদরিচ জানালেন, আরো কিছুদিন খেলতে চান তিনি।

মরক্কোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করে ক্রোয়েশিয়া। এই জয়ের পর নিজের ভবিষ্যত নিয়ে মদরিচ বলেন, ‘ভবিষ্যত নিয়ে সুনিশ্চিত নই আমি। হয়তো জার্মানিতে ইউরো খেলব।’ ২০২৪ সালে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

মদরিচ বলেন, ‘দেখা যাক। আমাকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি জাতীয় দলের খেলা উপভোগ করছি। এখানে আমি সুখে আছি।’

বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে কোনো গোল পাননি মদরিচ।

অ্যাসিস্টও করতে পারেননি। তবে অভিজ্ঞ মদরিচের উপস্থিতি নিঃসন্দেহে ক্রোয়াটদের আত্মবিশ্বাস যুগিয়েছে। বিশ্বকাপে গোল না পেলেও রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দ দেখিয়ে চলেছেন মদরিচ। বিশ্বকাপের আগে লা লিগায় ১৩ ম্যাচ খেলে ৩ গোল দেন রিয়াল মাদ্রিদের এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। সতীর্থদের দিয়ে করান ২টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৪ ম্যাচ খেলে ২ গোল করেন মদরিচ। একবারের ব্যালন ডি’অর জয়ীর ভাষ্য, এখনো তার প্রথম সারির ফুটবল খেলার সামর্থ্য রয়েছে। মদরিচ বলেন, ‘আমি এখনো উঁচু স্তরের ফুটবল খেলতে পারি বলে মনে করি। কমপক্ষে নেশনস লীগ তো খেলবই। এরপর ইউরো নিয়ে ভাববো।’
লুকা মদরিচের ভবিষ্যত প্রসঙ্গে ক্রোয়াট কোচ জøাটকো দালিচ বলেন, ‘কিছু মানুষ ভাবতে পারে এবার হয়তো মদরিচের বিদায়ের পালা। তবে আমি মনে করি, সে আমাদের সঙ্গে দীর্ঘদিন খেলবে।’
দালিচ বলেন, ‘আমাদের অধিনায়ক সে। আমাদের বস এবং নেতা। দলের প্রত্যেকে তাকে অনুসরণ করে। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে লুকা। ৩৭ বছর বয়স হলেও ২৫ বছরের তরুণের মতো খেলে সে।’

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এখনই অবসর নেবেন না মদরিচ

প্রকাশের সময় : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

বয়স চল্লিশ ছুঁই ছুঁই। সম্ভাব্য শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন লুকা মদরিচ। ২০২৬ সালে আরেকটি আসর না খেলার সম্ভাবনাই বেশি তার। তাই ঘুরে ফিরে রিয়াল মাদ্রিদ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত পরিকল্পনা আলোচনায় আসছে। মদরিচ জানালেন, আরো কিছুদিন খেলতে চান তিনি।

মরক্কোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করে ক্রোয়েশিয়া। এই জয়ের পর নিজের ভবিষ্যত নিয়ে মদরিচ বলেন, ‘ভবিষ্যত নিয়ে সুনিশ্চিত নই আমি। হয়তো জার্মানিতে ইউরো খেলব।’ ২০২৪ সালে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

মদরিচ বলেন, ‘দেখা যাক। আমাকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি জাতীয় দলের খেলা উপভোগ করছি। এখানে আমি সুখে আছি।’

বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে কোনো গোল পাননি মদরিচ।

অ্যাসিস্টও করতে পারেননি। তবে অভিজ্ঞ মদরিচের উপস্থিতি নিঃসন্দেহে ক্রোয়াটদের আত্মবিশ্বাস যুগিয়েছে। বিশ্বকাপে গোল না পেলেও রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দ দেখিয়ে চলেছেন মদরিচ। বিশ্বকাপের আগে লা লিগায় ১৩ ম্যাচ খেলে ৩ গোল দেন রিয়াল মাদ্রিদের এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। সতীর্থদের দিয়ে করান ২টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৪ ম্যাচ খেলে ২ গোল করেন মদরিচ। একবারের ব্যালন ডি’অর জয়ীর ভাষ্য, এখনো তার প্রথম সারির ফুটবল খেলার সামর্থ্য রয়েছে। মদরিচ বলেন, ‘আমি এখনো উঁচু স্তরের ফুটবল খেলতে পারি বলে মনে করি। কমপক্ষে নেশনস লীগ তো খেলবই। এরপর ইউরো নিয়ে ভাববো।’
লুকা মদরিচের ভবিষ্যত প্রসঙ্গে ক্রোয়াট কোচ জøাটকো দালিচ বলেন, ‘কিছু মানুষ ভাবতে পারে এবার হয়তো মদরিচের বিদায়ের পালা। তবে আমি মনে করি, সে আমাদের সঙ্গে দীর্ঘদিন খেলবে।’
দালিচ বলেন, ‘আমাদের অধিনায়ক সে। আমাদের বস এবং নেতা। দলের প্রত্যেকে তাকে অনুসরণ করে। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে লুকা। ৩৭ বছর বয়স হলেও ২৫ বছরের তরুণের মতো খেলে সে।’