ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
- প্রকাশের সময় : ১০:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ৬৬ বার পঠিত
সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মো. হাসান মিয়া (২০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতকের পরিচয় পাওয়া যায়নি।
নিহত হাসান সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে হাসান ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হার জিত নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ক্ষিপ্ত ফুটবলের এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত ১২টা ৪৫ মিনিটে তাদের হাসাপাতালে আনা হয় হাসানকে। তার কোমড়ে দুইটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকায়। তার সঙ্গে কয়েকজন বন্ধু এসেছিল।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি বিস্তারিত পরে জানানো হবে।