নিউইয়র্ক ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১১২ বছরের রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ৩৪ বার পঠিত

সব শঙ্কাকে পাশ কাঁটিয়ে নির্ধারিত সময়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সফরকারী ইংল্যান্ড। ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। ভেঙে ফেলেছে ১১২ বছরের টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রান তোলার রেকর্ড। টি-২০ মেজাজে ব্যাটিং করে প্রথম দিনের ৭৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম টেস্টের প্রথম দিনে কোনো দল ৫০০ রান তুলতে সক্ষম হলো।

ইংল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামে জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ব্যাট করতে নেমে শতকের দেখা পান এই দুই ইংলিশ ওপেনার। উদ্বোধনী জুটিতে ২৩৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইনিংসের ৩৬ তম ওভারে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন জাহিদ মাহমুদ। ১১০ বলে ১০৭ রান করে আউট হন বেন ডাকেট। তার বিদায়ের পর দ্রুতই আউট হন আরেক ওপেনার জ্যাক ক্রলি। ১১১ বলে ১২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন ওলি পোপ ও জো রুট। দু’জন মিলে যোগ করেন ৫১ রান। দলীয় ২৮৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন রুট। তার বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। তাকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকে ওলি পোপ। দু’জন মিলে চতুর্থ উইকেট জুটিতে তুলেন ১৭৬ রান। দলীয় ৪৬২ রানে ১০৪ বলে ১০৮ রান করে আউট হন ওলি পোপ।

পোপের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বেন স্টোকস। তাকে সঙ্গে নিয়ে ব্যাটিং চালিয়ে যান হ্যারি ব্রুক। এরপর আর কোন উইকেটের পতন না ঘটিয়ে ব্যাটিং করে যান এই দুই ব্যাটার। এর মাঝে নিজের ব্যক্তিগত শতকের দেখা পান হ্যারি ব্রুক। আলোক স্বল্পতার কারণে ১৫ ওভার খেলা বাকী থাকতেই প্রথম দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার। ৭৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করে দিন শেষ করে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৮১ বলে ১০১ ও বেন স্টোকস ৩১ বলে ২৩ রান করে অপরাজিত আছেন। পাকিস্তানের বিপক্ষে জাহিদ মাহমুদ ২টি, হারিস রউফ ও মোহাম্মদ আলি নেন ১টি করে উইকেট।

আর প্রথম দিনে ৫০৬ রান সংগ্রহ করে ১১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড। এর আগে ১৯১০-১১ মৌসুমে সিডনিতে অনুষ্ঠিত টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৪৯৪ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১১২ বছরের রেকর্ড ভেঙে দিলো ইংল্যান্ড

প্রকাশের সময় : ০৭:২৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

সব শঙ্কাকে পাশ কাঁটিয়ে নির্ধারিত সময়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সফরকারী ইংল্যান্ড। ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। ভেঙে ফেলেছে ১১২ বছরের টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রান তোলার রেকর্ড। টি-২০ মেজাজে ব্যাটিং করে প্রথম দিনের ৭৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম টেস্টের প্রথম দিনে কোনো দল ৫০০ রান তুলতে সক্ষম হলো।

ইংল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামে জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ব্যাট করতে নেমে শতকের দেখা পান এই দুই ইংলিশ ওপেনার। উদ্বোধনী জুটিতে ২৩৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইনিংসের ৩৬ তম ওভারে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন জাহিদ মাহমুদ। ১১০ বলে ১০৭ রান করে আউট হন বেন ডাকেট। তার বিদায়ের পর দ্রুতই আউট হন আরেক ওপেনার জ্যাক ক্রলি। ১১১ বলে ১২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন ওলি পোপ ও জো রুট। দু’জন মিলে যোগ করেন ৫১ রান। দলীয় ২৮৬ রানে ৩১ বলে ২৩ রান করে আউট হন রুট। তার বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। তাকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকে ওলি পোপ। দু’জন মিলে চতুর্থ উইকেট জুটিতে তুলেন ১৭৬ রান। দলীয় ৪৬২ রানে ১০৪ বলে ১০৮ রান করে আউট হন ওলি পোপ।

পোপের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বেন স্টোকস। তাকে সঙ্গে নিয়ে ব্যাটিং চালিয়ে যান হ্যারি ব্রুক। এরপর আর কোন উইকেটের পতন না ঘটিয়ে ব্যাটিং করে যান এই দুই ব্যাটার। এর মাঝে নিজের ব্যক্তিগত শতকের দেখা পান হ্যারি ব্রুক। আলোক স্বল্পতার কারণে ১৫ ওভার খেলা বাকী থাকতেই প্রথম দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার। ৭৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করে দিন শেষ করে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৮১ বলে ১০১ ও বেন স্টোকস ৩১ বলে ২৩ রান করে অপরাজিত আছেন। পাকিস্তানের বিপক্ষে জাহিদ মাহমুদ ২টি, হারিস রউফ ও মোহাম্মদ আলি নেন ১টি করে উইকেট।

আর প্রথম দিনে ৫০৬ রান সংগ্রহ করে ১১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড। এর আগে ১৯১০-১১ মৌসুমে সিডনিতে অনুষ্ঠিত টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৪৯৪ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া।