নিউইয়র্ক সায়েন্স ফেয়ারে বাংলাদেশী ওয়াসিফের স্বর্ণপদক লাভ
- প্রকাশের সময় : ০২:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫
- / ৬৯৭ বার পঠিত
নিউইয়র্ক: এনএএসিপি কর্তৃক আয়োজিত সায়েন্স ফেয়ার ২০১৫-এর এসিটি-এসও ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের নিউইয়র্ক প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে ব্রুকলীন টেকনিক্যাল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র রিয়াজ ওয়াসিফুর রাহমান তন্ময়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট ওয়াহিদুর রহমান ও বনশ্রী ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষিকা দিলারা বেগম রুনার জ্যৈষ্ঠ সন্তান রিয়াজ বিগত তিন বছর ব্রুকলীন টেকনিক্যাল হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের সহযোগিতায় বৃষ্টিকালীন বাড়ীর ছাদে জমাকৃত পানি ও সূর্য রশ্মীর সংমিশ্রনে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্যতা নিয়ে গবেষণা করে আসছে। বুয়েট-এর শুভাকাংখীদের সহায়তায় বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর কাজী পাড়া ও নাখাল পাড়ার সাত শতাধিক বাড়ীর ছাদে এরূপ জমাকৃত পানি ও তৎসময়ের সূর্য রশ্মি সংক্রান্ত প্রেরিত তথ্য উপাত্ত রিয়াজ ওয়াসিফুরের এই গবেষণাকে স্বার্থক করে তোলে।
আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিউইয়র্কের প্রতিনিধিত্ব করার জন্য রিয়াজের এই গবেষণা কর্ম নির্বাচিত হয়েছে।
রিয়াজ ওয়াসিফুর রাহমান কোন টিউটোরিং ছাড়াই এসএটি-তে ২১৭০ স্কোর অর্জন করে ম্যাকুলে অনার্স কলেজের পূর্ণ মেধাবৃত্তি অর্জন করেছে। রিয়াজ জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঢাকাস্থ বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫সহ বৃত্তি লাভ করেছিলো। ভবিষ্যতে দেশের মর্যাদা সমুন্নত করে এগিয়ে যেতে সে দেশবাসীর দোয়া প্রার্থী।
রিয়াজ ওয়াসিফুর রাহমান ফেনী শহরের হাজী ফজল মাস্টার সড়কের মরহুম হাজী ফজলুর রহমান মাস্টার ও মরহুমা বেগম সুফিয়া রহমানের পৌত্র এবং ফেনী জেলার পাঠান গড় নিবাসী অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট আলহাজ আব্দুল গোফরান ও বেগম খাদিজা আখতারের দৌহিত্র।