নিউইয়র্ক ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

থাইল্যান্ডে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩০

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পঠিত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দেশটির পুলিশের একটি ভবনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের পুলিশের উপকমিশনার লেফটেন্যান্ট কর্নেল নীতি সুকসান বলেছেন, একটি পুলিশ কম্পাউন্ডে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। আমরা এখনও ওই এলাকায় অভিযান পরিচালনা করছি। বিস্ফোরণে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

দেশটির এই কর্মকর্তা বলেছেন, গাড়িবোমা বিস্ফোরণের এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। নারাথিওয়াত রাজানগরিন্দ্রা হাসপাতালের পরিচালক পর্নপ্রাসিত জান্ত্রা বলেছেন, হাসপাতালে কমপক্ষে ২৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকও আছেন।

তবে এখন পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচ তলার ভেতরে আগুন লাগা গাড়ি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

থাইল্যান্ডে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩০

প্রকাশের সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দেশটির পুলিশের একটি ভবনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের পুলিশের উপকমিশনার লেফটেন্যান্ট কর্নেল নীতি সুকসান বলেছেন, একটি পুলিশ কম্পাউন্ডে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। আমরা এখনও ওই এলাকায় অভিযান পরিচালনা করছি। বিস্ফোরণে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

দেশটির এই কর্মকর্তা বলেছেন, গাড়িবোমা বিস্ফোরণের এই ঘটনায় পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। নারাথিওয়াত রাজানগরিন্দ্রা হাসপাতালের পরিচালক পর্নপ্রাসিত জান্ত্রা বলেছেন, হাসপাতালে কমপক্ষে ২৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকও আছেন।

তবে এখন পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচ তলার ভেতরে আগুন লাগা গাড়ি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।