ফাইনালটা ব্রাজিলের বিপক্ষে খেলতে চাই

- প্রকাশের সময় : ০৮:০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ৫৯ বার পঠিত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের হারিয়ে যদি সোনালি ট্রফিটা হাতে নেওয়া যায়, তাহলে তো ডাবল খুশি। ক্রিশ্চিয়ানো রোনালদো বোধ হয় সেই খুশিতেই এবার মাতোয়ারা হতে চান। সে জন্যই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান সতীর্থ ক্যাসেমিরোকে বলে রাখলেন কাতারের ফাইনালে তাঁদেরই প্রতিপক্ষ হিসেবে আশা করছেন। পাশাপাশি কাতারের কন্ডিশনে খেলতেও যে সমস্যা হবে না, সেটা জানিয়ে রাখলেন সিআর সেভেন। বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার আগে এমন অনেক আশা-ভরসার সঙ্গে শুনিয়েছেন বর্তমান পর্তুগাল দলটা নিয়েও। সমকাল পাঠকের জন্য লাইভস্কোরকে দেওয়া রোনালদোর বিশেষ সাক্ষাৎকার-
প্রশ্ন :এবার মৌসুমের শুরুর দিকে বিশ্বকাপ। কেমন হবে মনে করছেন?
রোনালদো :আমার মনে হচ্ছে, ভালো কিছু হবে। মৌসুমের শেষে যখন আমরা এই টুর্নামেন্ট খেলতাম, সেটা থেকে এবারের আসরটা ভিন্নই হবে। মনে হচ্ছে, রোমাঞ্চকর কিছুর সঙ্গে নতুন চ্যালেঞ্জও থাকবে। আমি সামনের দিকেই তাকিয়ে। সতীর্থদের সঙ্গে প্রায়ই বিশ্বকাপ নিয়ে গল্প হয়। তাঁরা সবাই মাঠে নামার অপেক্ষায়। আমি নিজেও খুবই উচ্ছ্বসিত। এটা আমার পঞ্চম বিশ্বকাপ। আমি নিজেও এ নিয়ে খুবই গর্বিত। যদি আরেকটা বিশ্বকাপ খেলতে পারি, তাহলে আরও বেশি কৃতজ্ঞ থাকব। ক’দিন আগে মজা করেই ক্যাসেমিরোকে বলেছিলাম, আমরা তোমাদের সঙ্গে ফাইনাল খেলব। সত্যি এটা একটা স্বপ্ন।
প্রশ্ন :ইউসেবিওর রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেন?
রোনালদো :যদিও বিশ্বকাপ খুবই কঠিন একটা প্রতিযোগিতা। যার স্বপ্ন সবাই দেখে। আমি জানি, এটা কতটা চ্যালেঞ্জিং হবে। তবু স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি সব সময়ই স্বপ্ন দেখি। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে অংশ নেওয়া, এর পর সেখানে প্রতিযোগিতা করা। সম্ভবত এটাই ইতিহাসের সেরা বিশ্বকাপ হতে চলেছে। দেখা যাক বাকিটা…এটা আমার একান্ত মত। এটা দারুণ একটা প্রাপ্তি হবে। আমি ইউসেবিওকে অনেক বেশি সম্মান করি। তবে যদি আমি সুযোগ পাই চেষ্টা করব, তাঁর রেখে যাওয়া রেকর্ডটা ভাঙতে। আমার বিশ্বাস তাঁর শুভকামনা আমার সঙ্গে থাকবে। সব পর্তুগিজ সমর্থক তাঁকে মন থেকে ভালোবাসেন। সত্যি তিনি অবিশ্বাস্য একজন ব্যক্তিত্ব ছিলেন।
প্রশ্ন :কাতারের কন্ডিশন কি কোনো বাধা হতে পারে?
রোনালদো :কন্ডিশন আমার জন্য কোনো বাধা না। আমরা প্রস্তুত। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে যে কোনো কন্ডিশনে খেলার দক্ষতা আমাদের থাকতে হয়। আমার কাছে তো কাতারের কন্ডিশন ভালো লাগে। কারণ আমি নিজেও গরমটা পছন্দ করি। তাই আমার মনে হয়, এটা বড় কোনো সমস্যা তৈরি করবে না। আমার বিশ্বাস, এটা সেরা একটা আসর হতে যাচ্ছে। আর এমন টুর্নামেন্ট মৌসুমের শুরুতে হওয়া সত্যিই ব্যতিক্রম। এ সময় সব দলের খেলোয়াড়রা পুরোপুরি ফিট থাকে। তরুণ, অভিজ্ঞ; আমি মনে করি সবাই একটা ভালো অবস্থানে থাকে। নিজেদের হালকা মনে করে।
প্রশ্ন :এবারের পর্তুগাল দলটা কেমন? কী মনে হয়, দলটা নিয়ে কতদূর যাওয়া যাবে?
রোনালদো :দেশের প্রতিদ্বন্দ্বিতা করা সব সময়ই আনন্দের। এবার তরুণের সঙ্গে অভিজ্ঞরাও আছেন। যার সমন্বয়ে বিশ্বের অন্যতম সেরা একটা দল হলো আমাদের। আমার মনে হয় ভিন্ন বয়সী, ভিন্ন বৈশিষ্ট্যের, ভিন্ন মতাদর্শের এমনকি ভিন্ন দর্শনের খেলোয়াড় মিলেই একটা ভালো দল হয়। আমি মনে করি আমাদের দলটা চমৎকার এবং কোচও খুবই অভিজ্ঞ।