আইপিএল ক্যারিয়ার শেষ পোলার্ডের

- প্রকাশের সময় : ০৫:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৬৫ বার পঠিত
মুম্বাই ইন্ডিয়ান্সের কিংবদন্তি ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৯ সাল থেকে ছিলেন একটি ফ্র্যাঞ্চাইজিতেই। এখান থেকেই বিদায় বললেন কাইরন পোলার্ড।
২০২৩ আইপিএলের জন্য খেলোয়াড় ধরে রাখার সময় আজই (মঙ্গলবার) শেষ। শেষ সময়ে এসে হঠাৎ পোলার্ড জানিয়ে দিলেন, তিনি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না। আইপিএল ক্যারিয়ারেরই ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে পোলার্ড বলেন, ‘আমি আরও কয়েক বছর খেলব, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে বুঝতে পারছি, অবিশ্বাস্য এই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন দরকার। যেহেতু আমি আর মুম্বাইয়ের হয়ে খেলব না, সুতরাং মুম্বাইয়ের বিপক্ষেও নিজেকে খেলতে দেখতে চাই না। একজন মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য, সবসময়ই মুম্বাই ইন্ডিয়ান্সের।’
মুম্বাই ফ্র্যাঞ্চাইজি অবশ্য একেবারে বিদায় করে দিচ্ছে না পোলার্ডকে। তারা জানিয়েছে, আইপিএলে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন এই ক্যারিবিয়ান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে মুম্বাই এমিরেটসের খেলোয়াড় হিসেবেই থাকবেন।
গত মৌসুমে পোলার্ডকে ৬ কোটি রুপিতে ধরে রেখেছিল মুম্বাই। কিন্তু মৌসুমটা তার একদমই ভালো কাটেনি। ১১ ম্যাচে মাত্র ১৪৪ রান করতে পারেন হার্ডহিটিং এই অলরাউন্ডার।