অ্যারিজোনায় জয় পেল ডেমোক্র্যাটরা

- প্রকাশের সময় : ০৭:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৬৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্য অ্যারিজোনার সিনেটে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকান ব্লেইক মাস্টার্সকে পরাজিত করেছেন বর্তমান সিনেটর মার্ক কেলি। খবর নিউইয়র্ক টাইমস।
৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্লেইককে পরাজিত করেছেন কেলি। ব্লেইক মাস্টার্স পেয়েছেন ৪৬ দশমিক ১ শতাংশ ভোট।
কেলির এই জয়ের মাধ্যমে ১০০ আসনের সিনেটে দুই দলের আসন সংখ্যা দাঁড়ালো ৪৯টি করে। এখন জর্জিয়া ও নেভাদার ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল।
নেভাদায় দুই দলের প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম লেক্সল্টের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন সিনেটর ক্যাথরিন কর্তেজ মাস্তো। অন্যদিকে, জর্জিয়ায় ভোট গড়িয়েছে দ্বিতীয় দফায়। এ রাজ্যের নাগরিকদের মতামত জানা যাবে ৬ ডিসেম্বরের ভোটে।
এদিকে কংগ্রেসে জেতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের ২১১টি নিশ্চিত করেছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৩টি আসন। তাই ৪৩৫ আসনের হাউসে এখনো পর্যন্ত এগিয়ে রিপাবলিকানরা।