নিউইয়র্ক ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইতালিতে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৪৬ বার পঠিত

যথাযোগ্য মর্যাদায় ইতালিতে পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস রোমের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় সংবিধান দিবস এর তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেন, সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। মাত্র এক বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।

বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশই উপহার দেননি, তিনি দ্রুততম সময়ে একটি সংবিধানও দিয়ে গিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সংবিধান আমাদের গর্ব, এই মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইতালিতে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত

প্রকাশের সময় : ০৬:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

যথাযোগ্য মর্যাদায় ইতালিতে পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস রোমের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় সংবিধান দিবস এর তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেন, সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। মাত্র এক বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।

বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশই উপহার দেননি, তিনি দ্রুততম সময়ে একটি সংবিধানও দিয়ে গিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সংবিধান আমাদের গর্ব, এই মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন।