নিউইয়র্ক ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ১০ জন নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ৮৬ বার পঠিত

মালদ্বীপের রাজধানী মালেতে এক অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বাংলাদেশি একজন ছাড়া বাকি নয় জনই ভারতীয়। বুধবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ খবর দিয়েছে এএফপি।

খবরে জানানো হয়, মালের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে মূলত অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার পর অনেকেই বেড়িয়ে আসতে পেরেছিলেন। ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি। এ নিয়ে এখনো অনুসন্ধান চালাচ্ছে।

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি। এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল এবং মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ১০ জন নিহত

প্রকাশের সময় : ০৬:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

মালদ্বীপের রাজধানী মালেতে এক অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বাংলাদেশি একজন ছাড়া বাকি নয় জনই ভারতীয়। বুধবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ খবর দিয়েছে এএফপি।

খবরে জানানো হয়, মালের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে মূলত অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার পর অনেকেই বেড়িয়ে আসতে পেরেছিলেন। ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি। এ নিয়ে এখনো অনুসন্ধান চালাচ্ছে।

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি। এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল এবং মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।