নিউইয়র্ক ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাগদাদে যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ১১৩ বার পঠিত

ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে অপহরণে ব্যর্থ হওয়ার পর এক যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ রাজধানীর কারাদা জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে ওই ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির প্রাথমিক পরিচয়ে জানা গেছে, তিনি একজন ইংরেজি শিক্ষক। পুলিশের আরেক সূত্রে জানা গেছে, গাড়িতে করে এসে সশস্ত্র ব্যক্তিরা ওই ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতেই তিনি নিহত হন।

ইরাকের পুলিশের একজন মেজর জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আমেরিকার ওই নাগরিককে অপহরণের চেষ্টা করছিল সশস্ত্র ব্যক্তিরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার ঘটনায় ইরাকের সেনাপ্রধান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরাকে আমেরিকান নাগরিককে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। জনসম্মুখে ঘটনাটি নিয়ে মন্তব্য করার আগে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার বিষয়টিও জানান তিনি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাগদাদে যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:১৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে অপহরণে ব্যর্থ হওয়ার পর এক যুক্তরাষ্ট্রের নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ রাজধানীর কারাদা জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে ওই ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির প্রাথমিক পরিচয়ে জানা গেছে, তিনি একজন ইংরেজি শিক্ষক। পুলিশের আরেক সূত্রে জানা গেছে, গাড়িতে করে এসে সশস্ত্র ব্যক্তিরা ওই ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতেই তিনি নিহত হন।

ইরাকের পুলিশের একজন মেজর জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আমেরিকার ওই নাগরিককে অপহরণের চেষ্টা করছিল সশস্ত্র ব্যক্তিরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার ঘটনায় ইরাকের সেনাপ্রধান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরাকে আমেরিকান নাগরিককে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। জনসম্মুখে ঘটনাটি নিয়ে মন্তব্য করার আগে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার বিষয়টিও জানান তিনি।