নিউইয়র্কে শোক সভায় বক্তারা

- প্রকাশের সময় : ০৬:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৪১ বার পঠিত
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মরহুম দেওয়ান কাজল আরেফীন স্মরণে দোয়া ও শোক সভা করেছে নিউইয়র্কের এস্টোরিয়াবাসী ও তার শুভানুধ্যায়ীরা। গত ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বৈশাখী রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন আল আমিন জামে মসজিদের ইমাম মৌলানা হাফেজ লুৎফর রহমান। দোয়া মাহফিলে মৌলানা হাফেজ মোহাম্মদ নাসের ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের উপস্থাপনায় দেওয়ান কাজল আরেফীন স্মরণে অন্যানের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এমাদ চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু, আজহারুল হক খোকা, মঈন উদ্দিন মঈন, মোহাম্মদ টি রহমান, বিশিষ্ট গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, কৃষিবীদ মিজানুর রহমান, সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আমিনুল ইসলাম আমিন, ফেরদৌস আহমেদ, সফিক আহমেদ, খসরুল আলম, এম আর সেলিম, মিজানুর রহমান মিজান, জোহা, মোঃ ইসলাম শহীদ, বশিরুল বাবলু, মোঃ আলম চেয়ারম্যান প্রমুখ।
সভায় বক্তারা দেওয়ান কাজল আরেফীন-কে একজন বিজ্ঞ, জেনটেলম্যান, বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, একজন ভালো এবং অনুস্মরণীয় ও অনুকরণীয় মানুষের যেসব গুণাবলী থাকা দরকার তার সব কিছুই ছিলো তার মধ্যে। ব্যক্তিগত জীবনে তিনি কম কথা বলেও ‘টেবিল টক’-এ ছিলেন প্রানখোলা মানুষ, যুক্তি-তর্ক দিয়ে কথা বলতেন এবং অন্যের কথা শুনতেন। যা অনেকের মধ্যেই দেখা যায় না। কাজল আরেফীন ছিলেন পরপোকারী মানুষ। বক্তারা বলেন, নিউইয়র্কের এস্টোরিয়া অনেকেরই আড্ডার কেন্দ্রবিন্দু ছিলো, এখনো আছে। আমরা এই আড্ডার অনেককেই হারিয়েছি। তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আগামীতে যাতে সবার জন্য স্মরণ সভা বা শোক সভার আয়োজন অব্যাহ থাকে এজন্য দেওয়ান কাজল আরেফীন স্মরণ সভা আয়োজকদের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, দেওয়ান কাজল আরেফীন দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করার পর ঢাকায় অবস্থানকালে সম্প্রতি ইন্তেকাল করেন।