নিউইয়র্ক ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ১৮৬ বার পঠিত

পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খান এবং ফয়সাল জাভেদের গুলিবদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ইমরান খানের পায়ে গুলি লেগেছে।’ তবে তাঁর আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইমরান খানকে তাঁকে বহন করা কনটেইনার ট্রাক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। ফাওয়াদ চৌধুরী আরও জানান, ইমরান খানকে হত্যার লক্ষ্যেই গুলি চালানো হয়েছিল।

হামলার পরপরই পাকিস্তানি সম্প্রচারমাধ্যম আওয়াজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানসহ মোট তিনজন এই হামলায় আহত হয়েছেন। অন্য দুজন হলেন—সিনেটের ফয়সাল জাভেদ এবং আহমাদ ছাত্তা।’

এদিকে, পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম বোল টিভির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যখন হামলা হয় তখন আমি তাঁর পাশেই ছিলাম। ফয়সাল জাভেদও আহত হয়েছেন। ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে।’

ইমরান ইসমাইল আরও বলেন, ‘হামলাকারী একে–৪৭ রাইফেল নিয়ে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাকের ঠিক সামনেই ছিল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাঁকে ঝাপটে ধরে ফেলে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান

প্রকাশের সময় : ০৮:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খান এবং ফয়সাল জাভেদের গুলিবদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ইমরান খানের পায়ে গুলি লেগেছে।’ তবে তাঁর আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইমরান খানকে তাঁকে বহন করা কনটেইনার ট্রাক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। ফাওয়াদ চৌধুরী আরও জানান, ইমরান খানকে হত্যার লক্ষ্যেই গুলি চালানো হয়েছিল।

হামলার পরপরই পাকিস্তানি সম্প্রচারমাধ্যম আওয়াজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানসহ মোট তিনজন এই হামলায় আহত হয়েছেন। অন্য দুজন হলেন—সিনেটের ফয়সাল জাভেদ এবং আহমাদ ছাত্তা।’

এদিকে, পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম বোল টিভির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যখন হামলা হয় তখন আমি তাঁর পাশেই ছিলাম। ফয়সাল জাভেদও আহত হয়েছেন। ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে।’

ইমরান ইসমাইল আরও বলেন, ‘হামলাকারী একে–৪৭ রাইফেল নিয়ে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাকের ঠিক সামনেই ছিল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাঁকে ঝাপটে ধরে ফেলে।