বাংলাদেশী কৃতি ছাত্র খান আসিফের ব্যাচেলর ডিগ্রী অর্জন
- প্রকাশের সময় : ০১:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫
- / ১০১০ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী কৃতি ছাত্র খান আসিফ বিন মোহাম্মদ কানেকটিকাট অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিজপোর্ট থেকে ফিন্যান্স ও ম্যাথ এ মেজরসহ ইন্টারন্যাশনাল বিজনেস এ সাফল্যের সাথে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেছেন। গত ৯ মে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন পার্টি অনুষ্ঠানে আসিফের বাবা বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী খান ও মা হেলেনা আখতার খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খান আসিফ ব্রিজপোর্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একাডেমীক মেরিট স্কলারশিপ লাভ করেন। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে বিভিন্ন সেমিস্টারে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী আসিফ একইভাবে বিভিন্ন সেমিস্টারে ডিন অ্যাওয়ার্ডও লাভ করেন। ‘ফি কাপ্পা ফি’ সোসাইটির সদস্য (২০১৪-২০১৫) আসিফ ২০১৫ সালে কাম-লউডে অনার্স লাভ করেন। যুক্তরাষ্ট্র সফররত খান পরিবার বর্তমানে নিউইয়র্কের জ্যামাইকায় তাদের আতœীয় (ভায়রা) আশেক খন্দকার শামীম-এর বাসায় অবস্থান করছেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী খান আসিফ সকলের দোয়া প্রার্থী।