যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের বাইরে গুলি

- প্রকাশের সময় : ০১:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ২১৬ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাইস্কুল শিক্ষার্থীদের ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে গুলি চালানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে এপি। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে সন্দেহভাজন কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে হুইটমার হাইস্কুল স্টেডিয়ামের বাইরে গুলি চালানো হয়। এসময় সেখানে সেন্ট্রাল ক্যাথলিক হাইস্কুলের সঙ্গে খেলা চলছিল। ওয়াশিংটন লোকাল স্কুলের মুখপাত্র কেটি পিটার্স বলেছেন, গুলিতে হুইটমারের এক শিক্ষার্থী ও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।
টলেডোর পুলিশ প্রধান জর্জ ক্রাল, মেয়র ওয়েড ক্যাপসজুকিইজ ও ওয়াশিংটন লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট কাদি আনস্টাড্ট এক যৌথ বিবৃতিতে বলেছেন, গত রাতে একটি ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত… তিন ভুক্তভোগীই সামান্য আঘাত পেয়েছেন। তারা সবাই সুস্থ হয়ে উঠবেন।
হককথা/এমউএ