বিজ্ঞাপন :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা-কর্মীদের মতবিনিময়

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১০৬ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মতবিনিময় করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে এ মতবিনিময় করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএনজিএ’র ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করার পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূএ : ইত্তেফাক
হককথা/এমউএ