জাতিসংঘের সামনে আ. লীগ-বিএনপির পাল্টাপাটি সমাবেশ
- প্রকাশের সময় : ০১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৬৫ বার পঠিত
হককথা রিপোর্ট: জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার দিন শুক্রবার জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা পাল্টাপাল্টি সমাবেশ করেছ। প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর শুμবার বিকেলে মূল অধিবেশনে ভাষণ দেন। এ উপলক্ষ্যে ম্যাহটানানের ফাস্ট এভিনিউ ও ৪৭ স্ট্রীট মুখরিত হয়ে উঠে। আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শান্তি সমাবেশ করে। অপরদিকে শেখ হাসিনা সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদ এবং তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমবাবেশ করেন। উভয় সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। তবে সমাবেশ চলাকালীন এক পর্যায়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে আপত্তিকর শ্লোগান তুললে উভয় দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ এসে উদ্ভুত পরিস্থিতিতে উভয় দলের নেতা-কর্মীদের নিবৃত করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সরকারের পক্ষে নানা শ্লোগান দেয়। এতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ডা. মাসুদুল হাসান, এম এ সালাম, এম ফজলুর রহমান, সামসুদ্দীন আজাদ, আবুল কাশেম, লুৎফুল করীম, আব্দুর রহীম বাদশা, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, দুলাল মিয়া, মিসবাহ আহমদ, ফরিদ আলম, হিন্দাল কাদের বাপ্পা, শাহানা রহমান, যুবলীগ নেতা তরিকুল হায়দার চৌধুরী, জামাল হোসেন, সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ অংশ নেন।
অপরদিকে দীর্ঘ প্রায় এক যুগ ধরে কমিটি না থাকায় একাধিক ভাগে বিভক্ত দলীয় নেতা-কর্মরা একই স্থানে সমাবেশে মিলিত হন। দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আব্দুল লতিফ সমরাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম উদ্দিন ভূইয়া, আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, ফারুক হোসেন মজুমদার, পারভেজ সাজ্জাদ, মাকসুদুল হক চৌধুরী, নীরা রব্বানী, যুবদল নেতা এম এ বাতেন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুবদল নেতা আমানত হোসেন আমান, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী খোকন ও সদস্য সচিব ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন ও আখতার হোসেন বাদলের নেতৃত্বে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কচি, ইমরান শাহ রন, আব্দুল খালেক, নিউইয়র্ক ষ্টেট কমিটি বিএনপি’র আহŸায়ক সালেহ আহমেদ মানিক ও সদস্য সচিব দেলোয়ার হোসেন শিপন, নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহাবুব রহমান সহ জাহাঙ্গীর আলম জয়, তাজুল ইসলাম, মোস্তফা কামাল মুকুল, লাভলী জামান, আশরাফুল হাসান, মোহাম্মদ আশরাফুর রহমান, মাহবুবুর রহমান, বিপ্লব হোসেন, নাজমুল হাসান, আব্দুল কদ্দুস হাওলাদার, রিন্টু আলম, আব্দুর রব প্রমুখ আওয়ামী লীগ সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।